TRENDING:

HS Result 2022 | Higher Secondary Result: উচ্চ মাধ্যমিক মেধা তালিকায় স্কুলের ১১ জন! অবাক করল সুন্দরবনের আদর্শ বিদ‍্যামন্দির! রহস্য কী!

Last Updated:

HS Result 2022 | Higher Secondary Result: উচ্চ মাধ্যমিকের মেধাতালিকায় প্রথম ১০ জনের মধ‍্যে স্থান পেল এই স্কুলের ১১ জন ছাত্রছাত্রী।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কাকদ্বীপ: উচ্চ মাধ‍্যমিকে ১০ এ ১১ পেল কাকদ্বীপের সুন্দরবন আদর্শ বিদ‍্যামন্দির। উচ্চ মাধ্যমিকের মেধাতালিকায় প্রথম ১০ জনের মধ‍্যে স্থান পেল এই স্কুলের ১১ জন ছাত্রছাত্রী। উল্লেখযোগ্যভাবে ১১ জনের মধ‍্যে ১০ জন ছাত্রী। স্কুলের এই অভাবনীয় সাফল‍্যে খুশি ওই স্কুলের শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে অভিভাবকগণ।
advertisement

১৯৪৫ সালে স্কুল প্রতিষ্ঠার পর থেকে ধারাবাহিকভাবে সাফল‍্য পেয়েছে এই স্কুল। এই নিয়ে পাঁচবার এই স্কুল মেধাতালিকায় নাম তুলল। তবে এবছর সুন্দরবনের প্রত‍্যন্ত অঞ্চলে নদীমাতৃক এলাকায় অবস্থিত এই স্কুল। এই স্কুল থেকে এবছর মেধাতালিকায় সায়ন্তিকা ভুইয়া ও সানা দাস ৪৯৪ পেয়ে যৌথভাবে পঞ্চম স্থান অধিকার করে‌ন।

সায়ন্তিকা ও সানা দুজনেই বিজ্ঞান বিভাগের ছাত্রী। মাধ‍্যমিকেও আশানুরূপ ফল করেছিল তারা। উচ্চমাধ্যমিকেও ভালো ফলের আশা করেছিল দুজনেই। কিন্তু এভাবে মেধাতালিকায় নাম আসবে ভাবতেও পারেননি তারা। উচ্চমাধ‍্যমিকের ফলাফল বের হতেই খুশিতে ফেটে পড়ে তারা। ভবিষ্যতে দুজনেই ডাক্তারি নিয়ে পড়াশোনা করতে চায়‌। সেই লক্ষেই তারা পড়াশোনা চালিয়ে যাচ্ছেন বলে খবর।

advertisement

এই সাফল‍্য নিয়ে ওই স্কুলের প্রধান শিক্ষক শ‍্যামসুন্দর জানা জানান স্কুলে প্রায় ২ বছর অনলাইন ক্লাস হয়েছে, সেই ক্লাসগুলি যত্ন সহকারে করা হয়েছিল। তার ফল পাওয়া গিয়েছে এই রেজাল্টে। এবছর সাফ‍ল‍্যের নিরিখে এগিয়ে রয়েছে ছাত্রীরা। স্কুলের র‍্যাঙ্ক করা ১১ জনের মধ‍্যেই ১০ জন ছাত্রী। ছাত্রীদের এভাবে পড়াশোনায় এগিয়ে আসা নিসন্দেহে ভালো দিক বলে মনে করেন তিনি।স্কুলের এই অভাবনীয় ফলাফল নিয়ে খুশি স্কুলের শিক্ষক শিক্ষকা থেকে শুরু করে অভিভাবকরা।

advertisement

নবাব মল্লিক

বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
HS Result 2022 | Higher Secondary Result: উচ্চ মাধ্যমিক মেধা তালিকায় স্কুলের ১১ জন! অবাক করল সুন্দরবনের আদর্শ বিদ‍্যামন্দির! রহস্য কী!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল