দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) ক্যানিং এক নম্বর ব্লকের সাতমুখী বাজার, দুমকি পূর্বপাড়া, জয়রামখালি, ছোট দুমকি সহ বিভিন্ন এলাকায় কোভিড বিধি নিয়ে এদিন সচেতন করলেন সাধারণ মানুষজনকে। এমনই ঘটনার সাক্ষী থাকলেন ক্যানিং এক নম্বর ব্লকের নিকারীঘাটা অঞ্চলের মানুষজন। এদিকে ক্যানিং মহকুমায় কোভিডে আক্রান্ত হচ্ছেন সাধারণ মানুষ থেকে সরকারি আধিকারী, পুলিশ, চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীরা। কিন্তু করোনার প্রকোপ যে হারে বাড়ছে, তাতে এখনো কিছু মানুষ মাস্ক হীন ভাবে যত্রতত্র ঘুরে বেড়াচ্ছেন। করোনার বাড়বাড়ন্ত রুখতে তাই হাতা খুন্তি ফেলে, পথে নামলেন প্রমিলা বাহিনী। এমনকি, তারা মাস্কহীন অসচেতন মানুষ দেখলেই, লাঠি উঁচিয়ে গিয়ে শাসন করে করোনা নিয়ম বিধি মেনে চলার পরামর্শ দেন।
advertisement
প্রমিলা বাহিনীর সদস্যরা জানান, 'গ্রামগঞ্জের মানুষজনকে কোভিড বিধি বিষয়ে সচেতন করে তুলতেই এমনি উদ্যোগ। সব সময় তো সংসারে হাতা খুন্তি নিয়ে সংসার সামলাতে হয়। যা পরিস্থিতি চারিদিকে, তাই এইবার সমাজ সেবায় ব্রত হলাম কয়েক জন একত্রিত হয়ে। সাধারণ মানুষজনকে কোভিড বিধি বিষয়ে সচেতন করে তোলা এবং মাস্কহীনদের হাতে মাস্ক তুলে দেওয়া হল এদিন। পরবর্তী সময়েও আবারো এইরকম উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তারা। এলাকার স্থানীয় বাসিন্দারা অবশ্য মহিলাদের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তারা বলেন, ' এভাবে মহিলারাই যদি রাস্তায় নেমে মাস্কিন ব্যক্তিদের শাসন করেন, তবে হয়তো লজ্জার বসে হলেও মাস্ক ব্যবহার ১০০% নিশ্চিত করা সম্ভব হবে। পাশাপাশি তারা, মাস্কবিহীন ভাবে যারা ঘুরে বেড়াচ্ছেন তাদের উদ্দেশ্যে, প্রশাসন যাতে আরও কড়া ব্যবস্থা গ্রহণ করেন সেই পরামর্শ দিয়েছেন।