আরও পড়ুন Durga Puja News: ১২৮ বছরের পুরনো দুর্গা পুজোর প্রস্তুতি শুরু! আনন্দে মাতোয়ারা মাথাভাঙ্গা
পাশাপাশি তিনি খবর দেন জয়নগর থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান জয়নগর থানার এ এস আই অরুণ বিশ্বাস। তিনি ঘটনাস্থল থেকে বনদফতরের আধিকারিকদের সঙ্গে ফোনে কথা বলেন। ব্যানার্জি পাড়ার বাসিন্দা তানিশা দের ইচ্ছা ওই পাখিটিকে তার পরিবেশে ফিরিয়ে দেওয়া হোক। তাই পাখিটিকে বনদফতরের হাতে তুলে দিতে চান তিনি। এ বিষয়ে তিনি বলেন, "আমি মর্নিং ওয়াক করে আসছিলাম৷ সেই সময় পাখিটি আমার পিছনে পিছনে আসছিল। আমি যখন আমার বাড়ির সামনে আসি ও তখন একটি পাঁচিল বেয়ে যাচ্ছিল৷ সেই সময় হঠাৎ ওখানে একটি থাকা জালে আটকে যায় প্রথমে বুঝতে পারিনি কি এটা? তারপর কাছে গিয়ে দেখলাম আমাদের বিজ্ঞান বইতে যে বাজপাখি ছবি দেখেছিলাম এটা কিছুটা তার মত লাগছিল পরে বুঝলাম এটা সেই বাজপাখি তাই একে আটকে রেখে কোন লাভ হবে না । তাই আমি বাড়ির লোকেদেরকে বলি বনদফতরে খবর দেওয়া হোক এবং তারা তার উপযুক্ত ব্যবস্থা করুক এবং ওকে চিকিৎসা করে ও ওর স্বাভাবিক জীবনে ফিরে যাক এটাই আমি চাই।জয়নগর থানার পক্ষ থেকে বনদফতরের সাথে যোগাযোগের পর বনদফতরের আধিকারিকরা, জয়নগর ব্যানার্জি পাড়ায় এসে পাখিটিকে উদ্ধার করে নিয়ে যায়।
advertisement
সুমন সাহা






