আরও পড়ুন: কুলতলীতে ভাসমান জেটি! আরও সহজ হবে সুন্দরবন বেড়ানো
এই জায়গার সঙ্গে সংযোগস্থাপন করা খুবই গুরুত্বপূর্ণ ছিল। সেজন্য আদমি প্রকল্পের মাধ্যমে এই কাজ করা হচ্ছে। সাধারণত আদমি প্রকল্পের মাধ্যমে খাল সংস্কার করা হয়।তবে এবার সেই খালের উপরে সেতুও তৈরি করা হচ্ছে। সেই কাজ একেবারেই শেষের দিকে। পাথরপ্রতিমার বিধায়ক সমীর কুমার জানার উদ্যোগে রামগঙ্গা গ্রাম পঞ্চায়েতের ব্যবস্থাপনায় এই সেতু তৈরি হচ্ছে। এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি এভাবে সত্যি হবে তা তারা ভাবতে পারেননি। চারিদিকে জল-জঙ্গলে ঘেরা এই ব্লকের সেতুটি নির্মাণ হয়ে গেলে। পাথরপ্রতিমার ঐতিহ্যবাহী মেলায় বাইরে থেকে আরো লোক আসতে পারবে বলে মত স্থানীয়দের। এ নিয়ে রামগঙ্গা গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রভাত কুমার সেনাপতি জানিয়েছেন সাধারণ মানুষের সমস্যা সমাধান হবে এবার। সেতু হয়ে গেলে পাথরপ্রতিমার এই প্রাচীন শিবের মেলায় আসতে পারবেন অনেকেই। এব্যাপারে একই মত স্থানীয় পঞ্চায়েত সদস্য সমীর কুমার ভঞ্জের। মাস দু’য়েকের মধ্যে এই কাজ শেষ হবে বলে জানিয়েছেন তিনি।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
নবাব মল্লিক