TRENDING:

South 24 Parganas News: 'শিস' গ্যাং-র তাণ্ডবে সর্বস্বান্ত হত তরুণীরা, ৬ তরুণকে গ্রেফতার করল পুলিশ

Last Updated:

অশালীন আচরণ করে অল্পবয়সী তরুণীদের মন অন্যদিকে ঘুরিয়ে দেওয়া, সেই সুযোগে দলের বাকিরা জিনিসপত্র ছিনতাই করে পালাবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ ২৪ পরগনা: কলেজ বা অফিস থেকে ফিরছে কোন‌ও তরুণী। হঠাৎ তাকে শিস দিয়ে টোন কাটতো। বা বাইক নিয়ে গা ঘেঁষে পাশে দাঁড়িয়ে পড়ে অশালীন ইঙ্গিত, এটাই ছিল মূল হাতিয়ার। স্বাভাবিকভাবেই তরুণী যখন সেই আচরণের প্রতিবাদ করতে যেতেন সেই সময়েই তাঁর হাত থেকে মোবাইল বা কাঁধ থেকে লেডিস ব্যাগ ছিনিয়ে নিয়ে দৌড়ে পালাত অন্য কয়েকজন। দিনের পর দিন এই ভাবেই ওরা 'অপারেশন' চালাত বারুইপুর সোনারপুর, মহামায়াতলা, রাজপুর, গড়িয়ার মত এলাকাজুড়ে। প্ল্যান ছিল একেবারে নিখুঁত। অশালীন আচরণ করে অল্পবয়সী তরুণীদের মন অন্যদিকে ঘুরিয়ে দেওয়া, সেই সুযোগে দলের বাকিরা জিনিসপত্র ছিনতাই করে পালাবে।
advertisement

দিনের পর দিন এইভাবেই চলছিল সফল 'অপারেশন'। যদিও শেষ রক্ষা হল না। শনিবার ভোররাতে গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ সোনারপুরের পোলঘাট থেকে গ্রেফতার করল এলাকার এই 'গ্যাং'-এর ৬ জন সদস্যকে।

আরও পড়ুন: জাতীয় সড়ক থেকে উদ্ধার ২৫ কেজি গাঁজা, ধৃত ৩

ধৃতদের কাছ থেকে ৪ টি মোবাইল ও ৫ টি চোরাই বাইক ছাড়াও ডাকাতির সরঞ্জামও উদ্ধার হয়েছে৷ জেরায় নিজেদের এই কুকর্মের কথা স্বীকার করে নিয়েছে তারা। জানিয়েছে, তাদের টার্গেট ছিল অল্প বয়সী মেয়েরা। মূলত উঁচু ক্লাসে পড়া ছাত্রী বা কলেজ স্টুডেন্টদের টার্গেট করত। অল্প বয়সী চাকুরীরত মেয়েরাও এদের নিশানা থেকে বাদ যেত না।

advertisement

View More

বারুইপুর পুলিশ জেলার ডিএসপি মোহিত মোল্লা জানান, "সোর্স মারফত খবর পেয়ে ভোররাতে পোলঘাট অঞ্চলের একটি কারখানার সামনে থেকে এদেরকে গ্রেফতার করা হয়। মোবাইল ও বাইক ছাড়াও ডাকাতির সরঞ্জামও উদ্ধার করা হয়েছে। মুলত চোরাই বাইক নিয়ে বিভিন্ন অপারেশন করত। এলাকার বেশ কিছু চুরি ও ছিনতাইয়ের ঘটনার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে এই গ্যাংকে চিহ্নিত করা হয়।" ধৃত ৬ জনের নাম হল- আসিফ খান, সাহিল মণ্ডল, বিলুয়ার হোসেন গাজি, সাগির গাজি, জাহাঙ্গির গাজি ও রূপ নস্কর। তাদের দলের আর কোন‌ও সদস্য আছে কিনা সেই বিষয়ে জানতে জেরা করছে পুলিশ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

অর্পণ মণ্ডল

বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: 'শিস' গ্যাং-র তাণ্ডবে সর্বস্বান্ত হত তরুণীরা, ৬ তরুণকে গ্রেফতার করল পুলিশ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল