দিনের পর দিন এইভাবেই চলছিল সফল 'অপারেশন'। যদিও শেষ রক্ষা হল না। শনিবার ভোররাতে গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ সোনারপুরের পোলঘাট থেকে গ্রেফতার করল এলাকার এই 'গ্যাং'-এর ৬ জন সদস্যকে।
আরও পড়ুন: জাতীয় সড়ক থেকে উদ্ধার ২৫ কেজি গাঁজা, ধৃত ৩
ধৃতদের কাছ থেকে ৪ টি মোবাইল ও ৫ টি চোরাই বাইক ছাড়াও ডাকাতির সরঞ্জামও উদ্ধার হয়েছে৷ জেরায় নিজেদের এই কুকর্মের কথা স্বীকার করে নিয়েছে তারা। জানিয়েছে, তাদের টার্গেট ছিল অল্প বয়সী মেয়েরা। মূলত উঁচু ক্লাসে পড়া ছাত্রী বা কলেজ স্টুডেন্টদের টার্গেট করত। অল্প বয়সী চাকুরীরত মেয়েরাও এদের নিশানা থেকে বাদ যেত না।
advertisement
বারুইপুর পুলিশ জেলার ডিএসপি মোহিত মোল্লা জানান, "সোর্স মারফত খবর পেয়ে ভোররাতে পোলঘাট অঞ্চলের একটি কারখানার সামনে থেকে এদেরকে গ্রেফতার করা হয়। মোবাইল ও বাইক ছাড়াও ডাকাতির সরঞ্জামও উদ্ধার করা হয়েছে। মুলত চোরাই বাইক নিয়ে বিভিন্ন অপারেশন করত। এলাকার বেশ কিছু চুরি ও ছিনতাইয়ের ঘটনার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে এই গ্যাংকে চিহ্নিত করা হয়।" ধৃত ৬ জনের নাম হল- আসিফ খান, সাহিল মণ্ডল, বিলুয়ার হোসেন গাজি, সাগির গাজি, জাহাঙ্গির গাজি ও রূপ নস্কর। তাদের দলের আর কোনও সদস্য আছে কিনা সেই বিষয়ে জানতে জেরা করছে পুলিশ।
অর্পণ মণ্ডল