২০১৮ সালে পঞ্চায়েত নির্বাচনে পুনরায় একই বুথ থেকে তিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী হন। ২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনে ৩৩৪ ভোটে জয়লাভ করেন নিকটতম প্রতিদ্বন্দ্বীর থেকে। এরপর বুধাখালি গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধান হিসেবে মনোনীত হন। বর্তমানে তিনিই লড়ছেন সিপিআইএম-এর প্রতীকে।
আরও পড়ুনঃ পঞ্চায়েত ভোটে দাঁড়াতেই নামল শাস্তির খাঁড়া! CPIM প্রার্থীর সঙ্গে যা হল…! সমাজের মাথা হেঁট
advertisement
কিন্তু কেন, সিপিআইএম প্রার্থীর অভিযোগ ২০১৮ সাল থেকে বুধাখালি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের দায়িত্ব সামলাচ্ছিলেন তিনি। কিন্তু ২০২০ সালে আমফান ঝড় হওয়ার পরে তিনি দেখেন ক্ষতিগ্রস্তদের তালিকা নিয়ে দূর্নীতি হয়েছে। যার প্রতিবাদে তিনি দল ছাড়েন। যদিও এ নিয়ে স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা তথা প্রাক্তন প্রধান বানেশ্বর দাস জানান, স্বার্থের লোভে তিনি দল ছেড়েছেন। মানুষ সমস্ত কিছু দেখছে। তার জবাব ভোটে প্রতিফলিত হবে।
নবাব মল্লিক