আরও পড়ুন: পালি ভাষা শিখতে আপনাকে আসতেই হবে এই মণ্ডপে!
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জয়নগরের ঢোষা এলাকার একটি ইটভাটায় পাঁচ বছরের শিশুটি দীর্ঘক্ষণ এদিক-ওদিক ঘোরাঘুরি করছিল। কিন্তু তাকে দেখে স্থানীয়রা কেউ চিনতে পারেনি। এরপর এলাকার মানুষই জয়নগর থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে এসে শিশুটিকে উদ্ধার করে জয়নগর থানায় নিয়ে যায়।
advertisement
তবে উদ্ধার হওয়া ঐ শিশুটির নাম-পরিচয় কিছুই জানা যায়নি। কারণ তাকে জিজ্ঞেস করলেও সে কিছু বলতে পারছে না। সে কীভাবে ওখানে এল তা জানার চেষ্টা করছে পুলিশ। এদিকে উদ্ধার হওয়া শিশুটিকে এদিন জয়নগর থানার আইসি রাকেশ চ্যাটার্জি ও এসআই অলকেন্দু ঘোষের উপস্থিতি চাইল্ড লাইনের প্রতিনিধির হাতে তুলে দেওয়া হয়। তাঁরা শিশুটিকে একটি সরকারি হোমে রেখেছেন। পাশাপাশি শিশুটির পরিবারের পরিচয় জানার চেষ্টা চলছে।
সুমন সাহা






