Durga Puja 2023: পালি ভাষা শিখতে আপনাকে আসতেই হবে এই মণ্ডপে!
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:SUSMITA GOSWAMI
Last Updated:
সর্বধর্ম সমন্বয়ের বার্তা দিয়ে বালুরঘাটে দুর্গাপুজোর থিম বুদ্ধের দেশ
দক্ষিণ দিনাজপুর: বালুরঘাট শহরের বিগ বাজেট পুজোগুলির মধ্যে অন্যতম শিবতলী ক্লাবের পুজো। এবারে এই পুজোর থিম ‘বুদ্ধের দেশ’। ভগবান বুদ্ধর মুখনিঃসৃত বিভিন্ন বাণী ও ত্রিপিটকের নানান শ্লোক পালি ভাষায় মণ্ডপের সর্বত্র লেখা আছে। এখানে প্রবেশ করলেই মনে হবে আপনি যেন বৌদ্ধ ধর্মের কোনও এক মঠ বা গুম্ফায় ঢুকে পড়েছেন।
প্রাচীন পালি ভাষা সম্পর্কে বর্তমান প্রজন্মের মধ্যে উৎসাহ বৃদ্ধি করতে এমন উদ্যোগ। বালুরঘাট শিবতলী ক্লাবের পুজোর এবার সুবর্ণ জয়ন্তী বর্ষ, অর্থাৎ ৫০ তম বর্ষে পদার্পণ করল এই পুজো। দীর্ঘদিন ধরেই শিবতলী ক্লাবের দুর্গাপুজো একের পর এক চমক দিয়ে চলেছে। প্রতিবছরই অভিনব থিমের মাধ্যমে বালুরঘাট শহর সহ জেলার দর্শনার্থীদের চমৎকৃত করেন এখানকার উদ্যোক্তারা।
advertisement
advertisement
এবার বৌদ্ধ গুম্ফার আবহ তৈরি করে সর্বধর্ম সমন্বয়ের বার্তা দিচ্ছে বালুরঘাটের শিবতলী ক্লাব। মণ্ডপের পাশাপাশি আলোতেও থাকছে বৌদ্ধ সংস্কৃতির ছোঁয়া। শিল্পী প্রাণকৃষ্ণ ঘোষের হাতে গড়ে উঠেছে মণ্ডপের থিম। মণ্ডপ তৈরিতে ব্যবহার করা হয়েছে বাঁশ, কাপড়, লাইটিং পেপার, রঙিন কাচ, থার্মোকল। সঙ্গে থাকছে নানান সামাজিক কার্যকলাপ।
সুস্মিতা গোস্বামী
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
October 18, 2023 4:09 PM IST