Durga Puja 2023: লালকেল্লা এবার আলিপুরদুয়ারে! লেজার শো-এর নানান চমক
- Reported by:ANNANYA DEY
- news18 bangla
- Published by:kaustav bhowmick
Last Updated:
লালকেল্লা থিমে সেজে উঠেছে আলিপুরদুয়ার শহরের পুজো মণ্ডপ, সঙ্গে থাকছে লেজার শো-এর অভিনব চমক
আলিপুরদুয়ার: দিল্লির বুক ছেড়ে লালকেল্লা এখন আলিপুরদুয়ারে। মুঘল সম্রাট আকবরের তৈরি লালকেল্লা শহরের লোহারপুল ইউনিটের এবারের পুজোর থিম। লেজার শো-এর মাধ্যমে লালকেল্লায় স্বাধীনতা সংগ্রামীদের ছবি তুলে ধরা হবে।
আলিপুরদুয়ার শহরের অন্যতম বিগ বাজেট দুর্গাপুজো এই লোহারপুল ইউনিটের পুজো। এটি এবার ৭২ তম বর্ষে পা রাখল। প্রতিবছরই এই পুজোর উদ্যোক্তারা নানান রকম থিমের আদলে মণ্ডপ সাজিয়ে সকলকে চমকে দেন। এবারের লালকেল্লা থিম নিয়ে ইতিমধ্যেই যথেষ্ট আলোচনা হচ্ছে। উদ্যোক্তাদের আশা ডুয়ার্সের বহু মানুষ তাঁদের মণ্ডপ দেখতে হাজির হবেন।
advertisement
advertisement
পুজো উদ্যোক্তাদের পক্ষে দিবাকর পাল জানান, নতুন প্রজন্মের কাছে স্বাধীনতা সংগ্রামের কাহিনী তুলে ধরতে এই থিম বেছে নেওয়া হয়েছে। লেজার শো-এর মাধ্যমে স্বাধীনতা সংগ্রামীদের মুখ ফুটিয়ে তোলার ভাবনা তরুণ প্রজন্মকে উদ্বুদ্ধ করবে বলে তিনি আশা প্রকাশ করেন। এই পুজোর বাজেট ৩০ লক্ষ টাকা। রাতের অন্ধকার নামলে এই মণ্ডপের শোভা কয়েকগুণ বেড়ে যাবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা।
advertisement
অনন্যা দে
Location :
Kolkata,West Bengal
First Published :
Oct 18, 2023 3:48 PM IST







