জয়নগরের পদ্মেরহাট গ্রামীণ হাসপাতালের গোডাউনে আচমকা আগুন লাগে। হঠাৎ হাসপাতালে আগুন লাগায় আতঙ্কিত হয়ে পড়েন হাসপাতালের চিকিৎসক-নার্স, রোগী সকলেই। তবে আগুন দেখতে পেয়ে এগিয়ে আসেন স্থানীয় বাসিন্দারা। তাঁরা ও হাসপাতালের কর্মীরা কিছুক্ষণের চেষ্টায় সেই আগুন নিভিয়েও ফেলে। এদিকে গ্রামবাসীরা আগুন নেভানোর চেষ্টা করার পাশাপাশি ফোন করে খবর দিয়েছিল জয়নগর-মজিলপুর দমকল কেন্দ্রে।
advertisement
আরও পড়ুন: নেতাজির সবচেয়ে বড় ছবি এঁকে শোরগোল ফেলে দিল মাধ্যমিক পরীক্ষার্থী
কিন্তু দেখা যায় দমকলকর্মীরা কোনও সরঞ্জাম ছাড়াই অটোয় চড়ে ঘটনাস্থলে এসে হাজির হন! যা দেখে হতবাক হয়ে যান গ্রামবাসীরা। তবে দমকল কর্মীরা জানান মাঝ রাস্তায় তাঁদের গাড়ি খারাপ হয়ে যায়। তাই কোনরকম সরঞ্জাম ছাড়াই তাঁরা অটোয় করে এসে পৌঁছেছেন।
এই বিষয় দমকলের এক আধিকারিক বলেন, "আমরা খবর পেয়ে সমস্ত সরঞ্জাম নিয়েই বেরিয়েছিলাম। কিন্তু দক্ষিণ বারাসতের কাছে হঠাৎ আমাদের গাড়িটা খারাপ হয়ে যায়। সঙ্গে সঙ্গে একটি অটোতে করে আমরা ঘটনাস্থলে চলে আসি। জয়নগর থানার পুলিশের সঙূ আমাদের কথা হয়েছিল। আগুন নিয়ন্ত্রণে ছিল, তাই আমরা তড়িঘড়ি অটোতে করে ঘটনাস্থলে চলে আসি।"
এদিকে জয়নগর গ্রামীণ হাসপাতালের গোডাউনে কীভাবে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়। এই অগ্নিকাণ্ডের ঘটনায় কেউ আহত হয়নি। আগুন লাগার কারণ জানতে পুলিশের পাশাপাশি দমকল কর্মীরাও তদন্ত শুরু করেছেন।
সুমন সাহা