একটি মুরগির পোল্ট্রি ফার্মের আড়ালে দিনের পর দিন প্রশাসনের নজর এড়িয়ে চলতো নিষিদ্ধ শব্দ বাজির কারখানা। বারুইপুরের এসডিপিও অতীশ বিশ্বাস ও আইসি সৌমজিৎ রায়ের নেতৃত্বে একটি বিশাল পুলিশ বাহিনী ওই এলাকায় হানা দেয়। এলাকায় হানা দিয়ে ওই মুরগির পোলট্রি ফার্ম থেকে উদ্ধার হয় কয়েক হাজার নিষিদ্ধ শব্দবাজি ও বাজি তৈরির সরঞ্জাম। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
advertisement
এই ঘটনার পর থেকে নিষিদ্ধ ওই শব্দ বাজির কারখানার মালিক পলাতক। অভিযুক্তের খোঁজে চলছে তল্লাশি। এ বিষয়ে বারুইপুরে এসডিপিও অতীশ বিশ্বাস বলেন, ‘‘সরকারি নিষেধাজ্ঞাকে অমান্য করে যে সকল জায়গায় এইরকম নিষিদ্ধ শব্দবাজি তৈরি হচ্ছে সেই সকল জায়গায় আমরা অভিযান চালাচ্ছি।’’
আরও পড়ুন: আবেদন করলেই পাবেন ৫ লক্ষ টাকা! সরকারের এই সুবিধা পেতে যোগাযোগ করবেন কোথায়? জানুন
তিনি আরও জানালেন,‘‘ চাম্পাহাটির হারালেও আমরা অভিযান চালিয়েছি। অভিযানে বেশ কয়েক কেজি নিষিদ্ধ শব্দবাজি আটক করেছি।’’ ইতিমধ্যেই এই নিষিদ্ধ শব্দবাজির কারখানার মালিকের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। অভিযুক্তকে গ্রেফতার করে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে৷ পাশাপাশি আগামী দিনে এইরকম অভিযান চালানো হবে বিভিন্ন এলাকায় জানালেন এসডিপিও অতীশ বিশ্বাস৷
সুমন সাহা