আরও পড়ুন: রাজাভাতখাওয়ায় নেই কোনও শৌচালয়! ঘুরতে এসে চরম সমস্যায় পর্যটকরা
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত সনৎ সর্দার ইঞ্জিনভ্যানের চালক। ইঞ্জিন ভ্যানটি ঢোলাহাটের দিক থেকে পোলেরহাট যাচ্ছিল। বেহাল রাস্তার একটি গর্ত পাশ কাটাতে গিয়ে উল্টো দিক থেকে আসা মারুতি ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে ইঞ্জিনভ্যানে ধাক্কা মারে। এলাকাবাসীর দাবি, খারাপ রাস্তার কারণেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে।
advertisement
এই দুর্ঘটনার পরেই দক্ষিণ ২৪ পরগনা জেলার বিভিন্ন রাস্তার বেহাল অবস্থা নিয়ে সরব হয়েছেন স্থানীয়রা। দ্রুত রাস্তা সারাই না করলে এমন আরও অনেক দুর্ঘটনা ঘটবে বলে আশঙ্কা প্রকাশ করেন তাঁরা। এদিকে দুর্ঘটনার পর পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ঘটনার পর মারুতি ভ্যান এবং ইঞ্জিন ভ্যানটিকে উদ্ধার করা হয়। ঘটনার ভয়াবহতায় মারুতি ভ্যানটি দুমড়ে যায়। পুলিশ গোটা ঘটনা খতিয়ে দেখছে। সেই সঙ্গে গাড়ির গতিবেগ কত ছিল তা খতিয়ে দেখা হচ্ছে।
নবাব মল্লিক