Alipurduar News: রাজাভাতখাওয়ায় নেই কোনও শৌচালয়! ঘুরতে এসে চরম সমস্যায় পর্যটকরা
- Reported by:ANNANYA DEY
- news18 bangla
- Published by:kaustav bhowmick
Last Updated:
বিখ্যাত পর্যটন কেন্দ্র রাজাভাতখাওয়ায় একটিও শৌচালয় নেই! ঘুরতে এসে ব্যাপক সমস্যায় পড়ছেন পর্যটকরা
আলিপুরদুয়ার: জেলার অন্যতম পর্যটন কেন্দ্র রাজাভাতখাওয়া। এখান দিয়ে সীমান্ত পেরিয়ে প্রবেশ করা যায় প্রতিবেশী রাষ্ট্র ভুটানে। এলাকাটি বিভিন্ন এলাকায় যাওয়ার প্রধান দরজা। কিন্তু এখানে এসেই অস্বস্তিতে পড়ছেন পর্যটকেরা। বিশেষ করে মহিলা পর্যটকদের সমস্যা ব্যাপক আকার ধারণ করছে। কারণ কী জানেন? শুনলে বিস্ময়ে হতবাক হয়ে যাবেন। গোটা এলাকায় নেই একটিও শৌচালয়!
অবাক হলেও আলিপুরদুয়ারের এই অন্যতম পর্যটন কেন্দ্রের অবস্থা ঠিক এমনই। শৌচালয় না থাকায় রাজাভাতখাওয়ায় এসে চরম ভোগান্তির মুখে পড়ছেন পর্যটকরা। তাঁরা বাধ্য হচ্ছেন জঙ্গলে গিয়ে শৌচকর্ম করতে। কিন্তু বন্য জন্তুর ভয়ে অনেকেই জঙ্গলের শৌচকর্ম করতে চান না। তাছাড়া জঙ্গলে গিয়ে শৌচকর্ম করা অস্বাস্থ্যকর। ফলে ঘণ্টার পর ঘণ্টা মল-মূত্র চেপে রেখে অসুস্থ হয়ে পড়ছেন পর্যটকরা।
advertisement
advertisement
রাজভাতখাওয়াকে বলা হয় বক্সার দুয়ার। এই জায়গা হয়েই যেতে হয় জয়ন্তী, বক্সাফোর্ট, চুনাভাটি, লেপচাখা সহ বিভিন্ন নামকরা পর্যটন কেন্দ্রে।রাজাভাতখাওয়া এলাকায় রয়েছে বন দফতরের চেক পোস্ট। এখানেই তৈরি করতে হয় পর্যটকদের অনুমতি পত্র। এর আগে বন দফতরের চেকপোস্টের সামনে তৈরি হয়েছিল সুলভ শৌচালয় কিন্ত সেটা বন্ধ হয়ে আছে, চালু হয়নি। ফরে পর্যটকদের ভোগান্তি বেড়েছে। এলাকার পর্যটন ব্যবসায়ী কেশব বর্মণ বলেন, বর্তমানে রাজাভাতখাওয়া এলাকায় কোনও সুলভ শৌচালয় নেই। একটা আছে, কিন্তু সেটাও বন্ধ। এর ফলে সবচেয়ে বেশি সমস্যায় পড়ছেন মহিলা পর্যটকরা। সারা বছর দেশ-বিদেশের বহু পর্যটক আসেন এখানে। এমন একটা জায়গায় সুলভ শৌচালয় না থাকাটা আমাদের লজ্জার কথা।
advertisement
অনন্যা দে
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Sep 23, 2023 5:08 PM IST
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: রাজাভাতখাওয়ায় নেই কোনও শৌচালয়! ঘুরতে এসে চরম সমস্যায় পর্যটকরা








