Hooghly News: রাস্তা দিয়ে গাড়ি চললে মনে হয় নৌকা যাচ্ছে! পথচারীরা যাতায়াত করবেন কী করে?

Last Updated:

বর্ষায় বেহাল দশা রাস্তার, যাতায়াত করাই দায় হয়ে দাঁড়িয়েছে

+
title=

হুগলি: কোন্নগরের জিটি রোড থেকে কোন্নগর স্টেশন যাওয়ার রাস্তা কার্যত বিপদের টোপ হয়ে দাঁড়িয়েছে। রাস্তা জুড়ে বড় বড় গর্ত। বর্ষাকালে জল জমে তা পুকুরের আকার নিয়েছে। ওই রাস্তা দিয়ে যেতে গিয়ে নিত্য দুর্ঘটনায় পড়ছে এলাকাবাসী। এদিকে বর্ষার কারণে রাস্তার সারানোর কাজ করা সম্ভব হচ্ছে না, এমনটাই জানিয়েছেন পুরপ্রধান।
জিটি রোড থেকে কোন্নগর স্টেশন যাওয়ার এস এন ব্যানার্জি রোডটি একটি গুরুত্বপূর্ণ রাস্তা। ওই রাস্তার চলচ্চিত্র মোড় থেকে বেঙ্গল ফাইন্ডের মুখ পর্যন্ত একেবারে পুকুরের রূপ নিয়েছে। স্থানীয় বাসিন্দা মঙ্গল পাল বলেন, রাস্তার অবস্থা এতটাই খরাপ যে গাড়ি চললে মনে হয় নৌকায় করে যাওয়া হচ্ছে! কিছু মাস আগে রাস্তা ঠিক করার জন্য বালি, পাথর ফেলা হয়েছিল রাস্তার ধারে। তবে আবার সেই বালি, পাথর কোথায় উধাও হয়ে গেল তা কেউ জানে না। বর্তমানে রাস্তার যা অবস্থা তাতে বোঝা যাচ্ছে না কোনটা রাস্তা কোনটা গর্ত। ফলে নিত্যযাত্রীদের প্রতিদিন বিপদের সম্মুখীন হতে হচ্ছে।
advertisement
advertisement
বেহাল রাস্তার অবস্থা নিয়ে মুখ খুলতে ছাড়েনি বিরোধী দলও। বিজেপির মণ্ডল সভাপতি প্রণয় গোস্বামী বলেন, উন্নয়নের ফোয়ারা ছুটছে রাস্তা দিয়ে। এতদিন বর্ষাকাল ছিল না, সেই সময় পুরসভা রাস্তা ঠিক করেনি। আর বৃষ্টি শুরু হতে বলছে, বর্ষাকাল তাই রাস্তা ঠিক করা যাবে না! পাশাপাশি রাস্তা ঠিক করার জন্য আসা বালি, পাথর কোথায় গেল সেই নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
advertisement
এই বিষয়ে কোন্নগরের পুরপ্রধান স্বপন দাস জানান, গোটা বিষয়টি তাঁদের নজরে আছে। ওই রাস্তার জন্য ১৯ লক্ষ টাকার টেন্ডার পাশ হয়েছে। রাস্তার কাজ শুরু হয়েছিল। তবে বর্ষার কারণে রাস্তার কাজ বন্ধ রাখতে হয়েছে। বর্ষা মিটে গেলেই আবারও রাস্তাটি একেবারে ঠিক করে দেওয়া হবে।
রাহী হালদার
view comments
বাংলা খবর/ খবর/হুগলি/
Hooghly News: রাস্তা দিয়ে গাড়ি চললে মনে হয় নৌকা যাচ্ছে! পথচারীরা যাতায়াত করবেন কী করে?
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?
  • সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬

  • দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement