তাই একটু হলেও ফল চাষীদের মুখে হাসি ফুটল। কারণ এই বৃষ্টিতে বিভিন্ন ফলের গোড়া অনেকটাই শক্ত হয় এবং ঝরে যাওয়ার সম্ভাবনা অনেকটাই কম থাকে আর স্বাদও মিষ্টি হয়। আর যার কারণে একটু হলেও লাভের মুখ দেখতে পাবে বলে আশা করছে চাষিরা।
আরও পড়ুন: বিধায়ক ছিলেন, আবার ইতিহাসের শিক্ষক! স্কুলে না এসেও বেতন পাওয়ার দিন শেষ হল জীবনের
advertisement
আরও পড়ুন: জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার্থীদের জন্য ছাড়বে এই বিশেষ ট্রেন, জানুন সময়সূচি
আমরা জানি সাধারণত দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকায় বিভিন্ন ফল থেকে সবজির চাষের অনেকটাই এগিয়ে থাকে। আর এই তীব্র গরমের জেরে ফলনের বৃদ্ধি ও গুণগতমান সেভাবে হচ্ছিল না। আর এই দুদিনের বৃষ্টিতে বিভিন্ন গাছের গোড়া ভালভাবেই ভিজেছে। এবং বিভিন্ন ফলের বোঁটা শক্ত হয়েছে।
আরও একটি মূল বিষয় এ বছর দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকায় আম ও বিভিন্ন ফল ফলনে খুব ভাল হয়েছে। আর যতটুকু এই দুদিনের বৃষ্টি হয়েছে তাতে বিভিন্ন ফলের বৃষ্টির জল পেয়েছে এবং বোঁটা আরও শক্ত হবে। আবারও যদি গরম পড়ে। তবে গাছ থেকে ফল সে ভাবে ঝরে পড়ার সম্ভাবনা কমই থাকবে। এবং ফলনও বৃদ্ধি পাবে এই বৃষ্টির কারণে। আরও দু-একদিন যদি বৃষ্টি হয় তাহলে ফল চাষিদের আরও অনেকটাই উপকার হবে।
সুমন সাহা





