আনিশ উদ্দিন মোল্লা, দক্ষিণ ২৪ পরগণা, ঢোলা:হাট: দক্ষিণ ২৪ পরগণার ঢোলাহাট থানার অন্তর্গত চণ্ডিপুর গ্রাম পঞ্চায়েতের জামালপুর এলাকায় বাড়ির ভিতর থেকে উদ্ধার হল মা ও ছেলের রক্তাক্ত দেহ। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।
রবিবার সকালে স্থানীয় বাসিন্দারা বাড়ির ভিতর রক্তাক্ত অবস্থায় দুইজনকে পড়ে থাকতে দেখেন। এরপরেই পুলিশকে খবর দেওয়া হয়। ঢোলাহাট থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ দু‘টি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। পুলিশ জানিয়েছে মৃত মহিলার নাম মনোয়ারা বিবি (৪০) এবং তাঁর ছেলে আনোয়ার হালদার (৭)।
advertisement
পুলিশ সূত্রে জানা যায় , দীর্ঘদিন ধরেই স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক অশান্তি চলছিল। অভিযোগ, গতকাল রাতে স্বামী ফিরোজ হালদার স্ত্রী ও সন্তানকে খুন করে পালিয়ে যায়। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে, পলাতক অভিযুক্তের খোঁজে তল্লাশি চলছে।