সূত্রের খবর, সাগরের বঙ্কিমনগরে পানবরজে কাজ করার জন্য বিদ্যুতের তার নিয়ে যাওয়া হয়েছিল বাড়ি থেকে। প্রবল ঝড় বৃষ্টিতে সেই তার ছিঁড়ে পড়ে পুকুরে। শুক্রবার সকালে জ্যোৎস্না প্রধান প্রথমে পুকুরে নামেন। ঘটনাস্থলে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি।
মাকে বাঁচাতে ছেলে অশোক প্রধানও পুকুরে নামেন। এর পর সেখানে বিদ্যুৎস্পৃষ্ট হয় তিনি। পুকুরে মা ও ছেলেকে একসঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হতে দেখে পুকুরে নামেন হরিপদ দাস। এর পর চিৎকার চেঁচামেচিতে স্থানীয়রা ছুটে আসেন সেখানে।
advertisement
আরও পড়ুনঃ কলকাতায় এক বিয়ে ঘিরে তোলপাড়, মন্দিরে মালা বদল দু’জনের! পরিচয় জেনেই চমকাচ্ছে সকলে
বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন করে তাঁদের সাগর গ্রামীন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসকরা হরিপদ দাসকে মৃত বলে ঘোষণা করেন। আহতদের সেখানেই চিকিৎসা চলছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সাগর থানার পুলিশ।
বর্তমানে মৃতদেহ উদ্ধার করে কাকদ্বীপ পুলিশ মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্ত সম্পন্ন হলে মৃতদেহ পরিবারের হাতে তুলে দেবে পুলিশ। এই ঘটনায় এলাকায় নেমেছে শোকের ছায়া।
নবাব মল্লিক






