এই ডগ শো আয়োজন করে দক্ষিণ বারাসত পেট লাভার্স অ্যাসোসিয়েশন। একশোর বেশি পোষ্য হাজির ছিল তা আমরা আগেই বলেছি। এর মধ্যে প্রায় ২০-২৫ রকম প্রজাতির কুকুরের দেখা মিলেছে। এর মধ্যে বেশ কয়েক ধরনের কুকুর আগে বিশেষ একটা দেখেনি আশেপাশের মানুষজন। এই ডগ শো দেখতে উপচে পড়েছিল স্থানীয়দের ভিড়।
আরও পড়ুন: এই প্রথম জমির পাট্টা পেল চা শ্রমিকরা, রাজ্যের 'কাজে' খুশি নয় বাগান মালিকরা
advertisement
অ্যালসেশিয়ান, ডোবারম্যান, গোল্ডেন রেক্টিভা, হাসকি, জার্মান শেফার্ড পরিচিত সব প্রজাতির পোষ্য হাজির ছিল এই প্রদর্শনীতে। তবে শুধুমাত্র প্রদর্শনীই নয়, পাশাপাশি ছিল প্রতিযোগিতাও। বিভিন্ন বয়সের পোষ্যদের ছেলে ও মেয়ে দুটি আলাদা ভাগে ভাগ করে একাধিক প্রতিযোগিতার আয়োজন করেন আয়োজকরা। তাদের দাঁড়ানো থেকে হাঁটাচলা, শরীরের গঠন, পরিষ্কার-পরিচ্ছন্নতা, ঠিক ইত্যাদির উপর নির্ভর করে পয়েন্ট দেন বিচারকরা।
বিচারকের ভূমিকায় ছিলেন কয়েকজন পশু চিকিৎসক ও পশু বিশেষজ্ঞ। নানান রঙের ও স্টাইলের পোশাকে সেজে উঠেছিল এই পোষ্যরা।
এই ডগ শো-র বিষয়ে এক পশুপ্রেমী বলেন, "এই ধরনের প্রদর্শনী বেশিরভাগ ক্ষেত্রে বিদেশের মাটিতে দেখা যায়। তবে আমাদের রাজ্যেও আজকাল এই ধরনের প্রদর্শনী দেখা যাচ্ছে। একসঙ্গে এত ধরনের পোশাকে পোষ্যদের দেখে খুব ভাল লেগেছে। ওদের সঙ্গে অনেকটা সময় কাটাতে পেরে বেশ খুশি।"
সুমন সাহা