TRENDING:

South 24 Parganas News: ১০০ সারমেয়কে নিয়ে জমজমাট ডগ শো

Last Updated:

শুধু বাড়িতে ঘুরে বেড়ানো নয়, ওদেরও খেলতে ইচ্ছা করে। ১০০ টিরও বেশি বিভিন্ন প্রজাতির সারমেয়কে নিয়ে দক্ষিণ বারাসতে আয়োজিত হল জমজমাট ডগ শো

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ ২৪ পরগনা: শীত যায় যায়। তবে সকালের দিকে এখনও হালকা ঠান্ডার আমেজ থাকে। আর সেই নরম শীতের আবেশ গায়ে জড়িয়ে এক অন্য খেলার সাক্ষী থাকল দক্ষিণ বারাসতের মানুষ। দক্ষিণ বারাসত অ্যাথলেটিক ক্লাবের মাঠে বিভিন্ন প্রজাতির ১০০ রও বেশি পোষ্যকে নিয়ে আয়োজিত হল ডগ শো।
advertisement

এই ডগ শো আয়োজন করে দক্ষিণ বারাসত পেট লাভার্স অ্যাসোসিয়েশন। একশোর বেশি পোষ্য হাজির ছিল তা আমরা আগেই বলেছি। এর মধ্যে প্রায় ২০-২৫ রকম প্রজাতির কুকুরের দেখা মিলেছে। এর মধ্যে বেশ কয়েক ধরনের কুকুর আগে বিশেষ একটা দেখেনি আশেপাশের মানুষজন। এই ডগ শো দেখতে উপচে পড়েছিল স্থানীয়দের ভিড়।

আরও পড়ুন: এই প্রথম জমির পাট্টা পেল চা শ্রমিকরা, রাজ্যের 'কাজে' খুশি নয় বাগান মালিকরা

advertisement

অ্যালসেশিয়ান, ডোবারম্যান, গোল্ডেন রেক্টিভা, হাসকি, জার্মান শেফার্ড পরিচিত সব প্রজাতির পোষ্য হাজির ছিল এই প্রদর্শনীতে। তবে শুধুমাত্র প্রদর্শনীই নয়, পাশাপাশি ছিল প্রতিযোগিতাও। বিভিন্ন বয়সের পোষ্যদের ছেলে ও মেয়ে দুটি আলাদা ভাগে ভাগ করে একাধিক প্রতিযোগিতার আয়োজন করেন আয়োজকরা। তাদের দাঁড়ানো থেকে হাঁটাচলা, শরীরের গঠন, পরিষ্কার-পরিচ্ছন্নতা, ঠিক ইত্যাদির উপর নির্ভর করে পয়েন্ট দেন বিচারকরা।

advertisement

View More

বিচারকের ভূমিকায় ছিলেন কয়েকজন পশু চিকিৎসক ও পশু বিশেষজ্ঞ। নানান রঙের ও স্টাইলের পোশাকে সেজে উঠেছিল এই পোষ্যরা।

এই ডগ শো-র বিষয়ে এক পশুপ্রেমী বলেন, "এই ধরনের প্রদর্শনী বেশিরভাগ ক্ষেত্রে বিদেশের মাটিতে দেখা যায়। তবে আমাদের রাজ্যেও আজকাল এই ধরনের প্রদর্শনী দেখা যাচ্ছে। একসঙ্গে এত ধরনের পোশাকে পোষ্যদের দেখে খুব ভাল লেগেছে। ওদের সঙ্গে অনেকটা সময় কাটাতে পেরে বেশ খুশি।"

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

সুমন সাহা

বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: ১০০ সারমেয়কে নিয়ে জমজমাট ডগ শো
Open in App
হোম
খবর
ফটো
লোকাল