সূত্রের খবর, প্রথমদিকে বেশ ভালোভাবে চললেও চালু হওয়ার কিছুদিন পরই বন্ধ হয়ে যায় ক্যানিংয়ের এই সাঁতার প্রশিক্ষণ কেন্দ্রটি। ফলে বর্তমানে এখানকার সাঁতারুদের অন্যত্র গিয়ে সাঁতার শিখতে হচ্ছে। অভিযোগ রক্ষণাবেক্ষণ ও পরিচর্যার অভাবে সাঁতার প্রশিক্ষণ কেন্দ্রটির বর্তমানে বেহাল দশা হয়েছে। সেখানে যত্রতত্র গজিয়ে উঠেছে আগাছা।
advertisement
এই পরিস্থিতিতে সুন্দরবনের সাঁতারুদের প্রশ্ন, আবার কবে এই সাঁতার প্রশিক্ষণ কেন্দ্রটি চালু হবে ? সাঁতার প্রশিক্ষণ কেন্দ্রের বেহাল দশা ও দীর্ঘদিন বন্ধ হয়ে থাকার বিষয়টি স্বীকার করে নিয়েছেন ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশরাম দাস। তিনি জানান, প্রায় তিন বছর বন্ধ হয়ে পড়ে আছে এই সাঁতার প্রশিক্ষণ কেন্দ্রটি। তবে এটি আবার খোলা নিয়ে আলাপ-আলোচনা চলছে বলে বিধায়ক জানান।অন্যদিকে সাঁতার প্রশিক্ষণ কেন্দ্রটি বন্ধ হয়ে থাকায় রাজ্যের শাসক দলকে কটাক্ষ করেছে বিরোধীরা।
সুমন সাহা