পাখিদের মেলা লেগে থাকে সবসময়। শীতের দিকে সেই সংখ্যা বাড়ে। এই বিপুল পরিমাণ পাখির জন্য গাছের প্রয়োজন। তাছাড়া মেডিক্যাল কলেজে আগত রোগীর আত্মীয় পরিজনদের কাছে এই ঝিল লাগোয়া এলাকা শান্তির জায়গা। সেইজন্য মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ এই স্থানের সৌন্দর্যায়নের কাজ শুরু করেছে। সবকিছু ঠিক থাকলে আগামীদিনে এই ঝিলটিও ডায়মন্ডহারবারের অন্যতম সুন্দর জায়গাগুলির মধ্যে একটি হয়ে উঠবে।
advertisement
সম্প্রতি এই ঝিলের সৌন্দার্যায়ন এবং সবুজায়নের লক্ষ্যে মেডিক্যাল কলেজের ছাত্র-ছাত্রী এবং অন্যান্য ব্যক্তিদের নিয়ে এক কর্মসূচির আয়োজন করে ডায়মন্ডহারবার মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ। এই কর্মসূচি সফলভাবে পালন করার পর ডায়মন্ডহারবার মেডিক্যাল কলেজের ডেপুটি সুপার সুপ্রিম সাহা জানান পরিবেশ রক্ষার জন্য ডায়মন্ডহারবার মেডিক্যাল কলেজের এই ঝিল খুবই গুরুত্বপূর্ণ। সেজন্য ঝিলের রক্ষনাবেক্ষণ করা খুবই জরুরি।
নবাব মল্লিক