আরও পড়ুন: সকালে উঠেই মুখে দিন ৪-৫ টুকরো! মোমের মতো গলবে বাড়তি মেদ, দোলের আগেই চাবুক ফিগার
বর্তমানে কেল্লার মাঠে একটি কটেজ আছে। এবার রাজ্যের পর্যটন দফতর ও ডায়মন্ডহারবার পুরসভার যৌথ উদ্যোগে আরও ৭ টি কটেজ তৈরি করা হবে। ইতিমধ্যে জায়গা পরিদর্শন করা হয়েছে। এ নিয়ে ডায়মন্ডহারবার পুরসভার ভাইস চেয়ারম্যান রাজর্ষি দাস জানান, পর্যটকদের সুবিধার্থে এই কটেজ বানানো হচ্ছে।এই কটেজগুলি পর্যটকরা ভাড়ায় নিতে পারবে। যার ফলে পুরসভার আয় বাড়বে। এই প্রকল্পে প্রায় ১ কোটি টাকা খরচ হবে। কটেজে দুটি ঘর, ডাইনিং রুম ও বাথরুম থাকবে।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
এছড়াও মাটি ফেলে মাঠটিকে আরও উঁচু করার পরিকল্পনা রয়েছে পুরসভার। সঙ্গে বাড়বে নদীর ধারে থাকা বসার জায়গা থাকবে বাগান ও শৌচালয় ও পানীয় জলের ব্যবস্থা। ফলে আগামীদিনে আরও আকর্ষণীয় হয়ে উঠবে এই কেল্লার মাঠ।
নবাব মল্লিক