সাংসদের উদ্যোগে কয়েক বছর ধরে হচ্ছে ডায়মন্ড হারবার (Diamond Harbor) এম পি কাপ ফুটবল টুর্নামেন্ট। কিন্তু করোনার কারণে গত বছর অনুষ্ঠান বন্ধ রাখা হয়। অনুষ্ঠানকে ঘিরে এদিন নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয় গোটা এলাকা। ডায়মন্ড হারবার রেল স্টেশন থেকে ৭৬ নম্বর স্ট্যান্ড পর্যন্ত সমস্ত গাড়ি চলাচল বন্ধ রাখা হয়। দুপুর এর পর থেকে কাকদ্বীপের দিক থেকে আসা সমস্ত কলকাতাগামী বাস ও কলকাতার দিক থেকে আসা সমস্ত যান বাহন কে, শিরাকল থেকে হটুগঞ্জ হয়ে ঘুরিয়ে দেওয়া হয়েছে। মাঠের সামনে ডায়মন্ড হারবার জেটি ঘাটটি সাজানো হয়েছে বাহারি আলো দিয়ে।
advertisement
নিরাপত্তার জন্য এদিনের অনুষ্ঠানে মোতায়েন ছিলেন প্রায় সাড়ে পাঁচশোর উপর পুলিশ ও সাড়ে চারশো সিভিক ভলেন্টিয়ার। অনুষ্ঠানের বেশ অনেকক্ষণ আগেই ভর্তি হয়ে যায় এসডিও গ্রাউন্ডের দর্শক আসন। ডায়মন্ড হারবার এসডিও গ্রাউন্ডে প্রদীপ প্রজ্জ্বলন করে এম পি কাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন এলাকার সাংসদ তথা তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। উদ্বোধন করে তিনি বলেন, 'কুড়ি দিন ধরে শুধুই হবে খেলা, কোন রাজনীতি নয়। রাজনীতির জন্য সময় আছে সারা বছর। আমাদের মুখ্যমন্ত্রী লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার দিকে বিশেষ নজর দিয়েছেন। খেলাধুলা হল শিক্ষার অঙ্গ। তরুণ ও যুবদের মাঠমুখি করতে আমার এই উদ্যোগ। এটা প্রতি বছরই চলবে। এই প্রতিযোগিতার মাধ্যমে বাংলার বিভিন্ন প্রান্তে যে সমস্ত প্রতিভাবান ফুটবলার আছে, তাদের আলোয় আনার একটা প্রচেটা। আমরা চাই আগামীদিনে বাংলার ফুটবলাররা বাংলার ফুটবলকে এগিয়ে নিয়ে যাক।'
ডায়মন্ড হারবার, ফলতা, বিষ্ণুপুর, বজ বজ, মহেশতলা, সাতগাছিয়া, মেটিয়াবুরুজ সহ সাতটি বিধানসভা কেন্দ্র থেকে মোট ১২৮ টি দল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। উদ্বোধনী ম্যাচে অংশগ্রহণ করেন ডায়মন্ডহারবার ফুটবল দল ও ফলতা ফুটবল দল। ডায়মন্ড হারবার ফুটবল দলের অধিনায়কত্ব করেন তৃণমূল কংগ্রেসে যোগদান করা বাবুল সুপ্রিয় অপরদিকে, ফলতা দলের অধিনায়কত্ব করেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী মনোজ তেওয়ারি। অনুষ্ঠান মঞ্চের পাশেই বিশেষভাবে তৈরি করা হয় আলাদা মঞ্চ। সেখানেই এদিন সঙ্গীত পরিবেশন করেন বলিউডের বিখ্যাত গায়ক মিকা সিং।
এই ফুটবল টুর্ণামেন্টের প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকারীদের হাতে তুলে দেওয়া হবে পুরস্কার। এছাড়াও ভালো খেলার জন্য থাকছে বিশেষ পুরস্কারের ব্যবস্থা। পয়লা জানুয়ারি পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস, শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু, দমকল মন্ত্রী সুজিত বসু, তথ্য ও সংস্কৃত দফতরের মন্ত্রী ইন্দ্রনীল সেন, রাজ্য পূর্ত ও পরিবহন দফতরের প্রতিমন্ত্রী দিলীপ মন্ডল, লোকসভার সাংসদ শান্তনু সেন, ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলার সভাপতি তথা সাংসদ শুভাশীষ চক্রবর্তী, রাজ্য সভার সাংসদ তথা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ, প্রাক্তন মন্ত্রী তথা বিধায়ক ডা: নির্মল মাঝি, রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা বিধায়ক সওকাত মোল্লা, বিধায়ক অশোক দেব, আকাশ বন্দ্যোপাধ্যায়, বিধায়ক সোহম চ্যাটার্জী, বিধায়ক রাজ চক্রবর্তী, মহকুমা শাসক সুকান্ত সাহা, ফুটবলার অলভিটো, ডায়মন্ড হারবার পুলিশ জেলার পুলিশ সুপার অভিজিৎ বন্দোপাধ্যায়, সুন্দরবন পুলিশ জেলার পুলিশ সুপার ভাস্কর মুখার্জি সহ বিশিষ্ট ব্যক্তিত্বরা। এদিনের অনুষ্ঠান ঘিরে এসডিও গ্রাউন্ডে দর্শকের ভিড় ছিল চোখে পড়ার মতন। আলোর রোশনাই এর পাশাপাশি বিভিন্ন রকমের মনোজ্ঞ অনুষ্ঠানের মধ্যে দিয়েই ডায়মন্ড হারবার এমপি কাপ ফুটবল টুর্নামেন্ট এর শুভ সূচনা অনুষ্ঠিত হয়।