রয়েছে চলমান পুতুল। যেগুলি বিভিন্ন সামাজিক বার্তা বহন করছে। এই স্টলগুলির মধ্যে রয়েছে করোনা ভ্যাকসিনের স্টল। সেখানে দেখানো হয়েছে করোনা ভ্যাকসিন নেওয়া কেনো জরুরি। রয়েছে ডেঙ্গু সচেতনতার বার্তা। ডেঙ্গু রোধে সবসময় মশারি টাঙানোর পরামর্শ দেওয়া হয়েছে। সঙ্গে রয়েছে প্লাস্টিক বর্জনের বার্তাও। সামাজিক সচেতনতায় মেলার মধ্যেই এই স্টল দেওয়ায় মেলায় অভিনবত্ব এসেছে এবছর। যা দেখতে দূর দূরান্ত থেকে সেখানে মানুষজন ভিড় করেছেন।
advertisement
আরও পড়ুনঃ কাজ করার সময় মাটিতে হঠাৎ বসে গেল হাইড্রোলিক ক্রেন! চাঞ্চল্য সাগরে
এ নিয়ে মেলা উদ্যোক্তাদের পক্ষ থেকে স্বপ্ন দাস জানান মেলাটি প্রায় ২৮ বছরের পুরানো। মেলা দেখতে প্রচুর মানুষজন এখানে আসেন। এবছর মেলার বাড়তি পাওয়না এই স্টলগুলি। মেলায় হাজার হাজার মানুষ আসে। তারা এসে এগুলি দেখে যাতে উদ্বুদ্ধ হয় সেজন্যই এই স্টলগুলি দেওয়া হয়েছে। ১৬ ই ডিসেম্বর পর্যন্ত এই মেলা চলবে। যত দিন যাবে তত এই মেলায় লোকের সংখ্যা বাড়বে বলে জানিয়েছেন তিনি।
Nawab Mallick