TRENDING:

South 24 Parganas News | Mocha Cyclone: আয়লা-আমফানের স্মৃতি এখনও দগদগে! ঘূর্ণিঝড় মোকার আগে জোর মাইকিং কাকদ্বীপে

Last Updated:

ঘূর্ণিঝড় মোকার আপাত লক্ষ‍্য মায়ানমার। তবুও ঝড়ের আশঙ্কায় সতর্ক প্রশাসন। পূর্ববর্তী অভিজ্ঞতা থেকে দেখা গিয়েছে, অনেকসময় ঝড়ের অভিমুখ বাংলার দিকে না থাকলেও। ঝড়ের প্রভাবে নদী ও সমুদ্র উত্তাল হয়। সেক্ষেত্রে মৎস্যজীবীরা সমস‍্যায় পড়েন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কাকদ্বীপ: গভীর নিম্নচাপ পরিণত হয়ে গিয়েছে ঘূর্ণিঝড়ে৷ বৃহস্পতিবার বিকেলের মধ্যেই তা শক্তি বাড়িয়ে পরিণত হবে অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে৷ আপাতত, আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, ঘূর্ণিঝড় মোকার গতিমুখ হতে চলেছে মায়ানমার। তবে, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশেও এর প্রভাব দেখা যাবে বলে মনে করা হচ্ছে৷ এমন পরিস্থিতিতে সব দিক থেকে সতর্ক থাকতে চাইছে রাজ্য থেকে জেলা প্রশাসন৷
চলছে নদীবাঁধ পরিদর্শনের কাজ
চলছে নদীবাঁধ পরিদর্শনের কাজ
advertisement

প্রশাসন সূত্রের খবর, সুন্দরবনের উপরে আয়লা-আমফানের স্মৃতি এখনও দগদগে৷ কিন্তু, অনেকসময় ঝড়ের অভিমুখ বাংলার দিকে না থাকলেও, ঝড়ের প্রভাবে নদী ও সমুদ্র উত্তাল হয়। সেক্ষেত্রে, সমস‍্যায় পড়েন মৎস্যজীবীরা। সেই কারণে, মোকা-র অভিমুখ পশ্চিমবঙ্গের দিকে না থাকা সত্ত্বেও মৎস্যজীবীদের সমুদ্রযাত্রার উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে প্রশাসনের তরফে। দেওয়া হয়েছে লাল সতর্ক বার্তা।

advertisement

আরও পড়ুন:তিল তিল করে শক্তি বাড়াচ্ছে মোকা! চলতি সপ্তাহের শেষেই উথালপাতাল সমুদ্র, তুমুল ঝড়বৃষ্টি

ঝড়ের প্রভাবে উপকূলবর্তী এলাকায় নদী ও সমুদ্রের জলের স্তর বাড়তে পারে বলে আশঙ্কা। সেক্ষেত্রে, বাঁধ ভাঙার মতো সমস্যা দেখা দিতে পারে বলে মনে করছে প্রশাসন। তারা জানাচ্ছে, ঝড়ের পরোক্ষ প্রভাব পড়তে পারে দক্ষিণ ২৪ পরগনার জেলার কাকদ্বীপ মহাকুমায় পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই মহকুমার পাথরপ্রতিমা, সাগর, নামখানা ও কাকদ্বীপ ব্লকের উপরে মোকার প্রভাব পড়বে বলে মনে করা হচ্ছে।

advertisement

View More

ইতিমধ্যেই মোকার মোকাবিলায় খোলা হয়েছে কন্ট্রোল রুম৷ কন্ট্রোল রুম খোলা হয়েছে কাকদ্বীপের মহাকুমা শাসকের দফতরে। সেখান থেকে পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে বলে জানা গিয়েছে। এ নিয়ে কাকদ্বীপের মহাকুমা শাসক অরণ‍্য বন্দ‍্যোপাধ‍্যায় জানান, ‘‘মহাকুমায় ঝড় মোকাবিলায় ৬৪টি বহুমুখী সাইক্লোন শেল্টার, ১২টি ফ্লাড শেল্টার, অস্থায়ী ১৫৪টি জায়গা প্রস্তুত করা হয়েছে।’’

advertisement

আরও পড়ুন: কাঁড়ি কাঁড়ি শূন্যপদ, হচ্ছে না নিয়োগ, লোকো পায়লটদের চূড়ান্ত ক্লান্তিই কি রেল দুর্ঘটনার নেপথ্য কারণ?

কাকদ্বীপ ছাড়াও জেলার অন‍্যান‍্য অংশে প্রস্তুতি সেরে রাখা হয়েছে বলে প্রশাসন সূত্রের খবর। ইতিমধ্যে নদীবাঁধগুলি শক্তিশালী করার কাজ চলছে। সেই কাজ খতিয়ে দেখছেন প্রাশাসনিক কর্তাব‍্যক্তিরা। এছাড়াও মৎস‍্যজীবীদের সুমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করে চলছে মাইকে প্রচার।

advertisement

পরিস্থিতি খতিয়ে দেখতে বিভিন্ন বাঁধ পরিদর্শন করছেন সুন্দরবন উন্নয়নমন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা। সেচ দফতরের আধিকারিকরাও বিভিন্ন বাঁধের অবস্থা পর্যালোচনা করে প্রয়োজনীয় ব‍্যবস্থা নিচ্ছেন। আপতত, ঝড় না আসলেও, ঝড়ের পরোক্ষ প্রভাব এড়াতে প্রয়োজনীয় ব‍্যবস্থা নেওয়া হচ্ছে বলে খবর।

সেরা ভিডিও

আরও দেখুন
দেশের পাওয়ার লিফটিং খেলায় বাংলার গুরুত্বপূর্ণ অবদান! সাফল্যের পথ দেখাচ্ছে অভাবী পরিবার
আরও দেখুন

নবাব মল্লিক

বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News | Mocha Cyclone: আয়লা-আমফানের স্মৃতি এখনও দগদগে! ঘূর্ণিঝড় মোকার আগে জোর মাইকিং কাকদ্বীপে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল