নদী বাঁধ ভেঙে নদীর নোনা জলে প্লাবিত হলে গ্রাম ও চাষের জমি ক্ষতির সম্মুখীন হতে হবে। আবারও কি সুন্দরবন এলাকা প্লাবিত হতে চলেছে? ভয়ঙ্কর প্রাকৃতিক বিপর্যয়ের সম্মুখীন হতে চলেছে এলাকার মানুষ?- প্রশ্ন এলাকাবাসীর। কোনওভাবেই যেন দুর্যোগ পিছু ছাড়ছে না তাঁদের৷
নিম্নচাপের কারণে উত্তাল হতে পারে সমুদ্র সে কথা মাথায় রেখে বুধবার ও বৃহস্পতিবার পর্যন্ত গভীর সমুদ্রে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা জারি করেছে মৎস্য দফতর।
advertisement
যে সকল মৎস্যজীবী গভীর সমুদ্রে মাছ ধরতে যান, তাঁদের উদ্দেশে মৎস্য দফতরের পক্ষ থেকে বার বার অনুরোধ করা হচ্ছে যে তাঁরা যেন উপকূলে ফিরে আসেন। প্রয়োজনে জেলার সৈকত পর্যটনকেন্দ্র গুলিতে আসা পর্যটকদেরও সতর্ক থাকতে বলা হচ্ছে।পাশাপাশি সুন্দরবনের দুর্বল নদী বাঁধগুলির ওপর নজরদারি চালাচ্ছে সেচ দফতর। বড় কোনও বিপর্যয় হলে দ্রুত জেলা ও রাজ্য প্রশাসনকে জানাতে নির্দেশ দেওয়া হয়েছে।সমুদ্র ও নদীতে নামার ওপরেও মহকুমা প্রশাসন নিষেধাজ্ঞা জারি করতে পারে বলেও জানা যাচ্ছে।