চিকিৎসক হিসাবে তিনি তাঁর কর্মজীবনে একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন আকবর হোসেন মণ্ডল। করোনার সময় ডায়মন্ডহারবারের নোডাল অফিসার হিসাবে দায়িত্ব পালন করেছেন। সেই সঙ্গে অক্সিজেন অন হুইল, ডক্টরস অন হুইল সহ একাধিক প্রজেক্টের দায়িত্ব সামলেছেন একা হাতে। করোনার দাপটে যখন সারা দেশ সন্ত্রস্ত, ঠিক সেই সময় ডায়মন্ডহারবার কোভিড হাসপাতালের ৩ বার ইনচার্জ হয়েছিলেন তিনি। এই গুরুদায়িত্ব সামলাতে গিয়ে নিজে দু'বার করোনা আক্রান্ত হয়ে আইসিইউ-তে ভর্তি ছিলেন। সুস্থ হয়ে আবারও করনা আক্রান্ত রোগীদের সেবা নেমে পড়েন।
advertisement
আরও পড়ুন: আসানসোলের এই বাজার এলাকার যানজটের সমস্যা এবার মিটতে চলেছে
চিকিৎসকদের টিম নিয়ে বাড়িতে বাড়িতে গিয়ে রোগীর সেবা করে নজির গড়েছেন। প্রায় ২০০০ রুগিকে করোনা পরিস্থিতিতে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেন তিনি। সেই সঙ্গে থ্যালাসমিয়া দূরীকরণে প্রতিনিয়ত কাজ করে চলছেন দক্ষিণ ২৪ পরগনার ভূমিপুত্র আকবর হোসেন মণ্ডল। ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম ওঠার খবরে খুশি হলেও জানিয়েছেন, গোটাটাই টিম গেমের ফসল। ভবিষ্যতে সমাজের মঙ্গলে আরও কাজ করে যেতে চান বলেও জানান।
নবাব মল্লিক