আরও পড়ুন: ভীষণ দর্শনা দেবী ৩০০ বছর ধরে আনন্দময়ী রূপে পুজো পাচ্ছেন
কথা ছিল এই টেস্টিং ল্যাবরেটরি থেকে নির্মাণ সামগ্রীর গুণগত মান পরীক্ষা করা যাবে। গিলারছাট গ্রাম পঞ্চায়েতের একটি কক্ষে এই ল্যাবরেটরি গড়ে তোলা হয়েছিল। খরচ হয়েছিল প্রায় ৮ লাখ টাকা। আইএসজিপি প্রজেক্টের অধীনে এই নতুন ল্যাবরেটরিটি তৈরি করা হয়। এই টেস্টিং ল্যাবরেটরি থেকে নির্মাণ সামগ্রীর পরীক্ষা ছাড়াও পরীক্ষা করা যেত রাস্তার কাজের জন্য ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্রের গুণগত মান। এছাড়াও এই টেস্টিং ল্যাবরেটরি থেকে করা হত জলপরীক্ষা। তবে তৈরির পর থেকে সেরকম কোনও কাজ হয়নি। অল্পমাত্রায় জল পরীক্ষা হয়। কিন্তু নির্মাণ সামগ্রীর টেস্টিং হয় না। ফলে মেশিনপত্রে জমেছে ধুলো।
advertisement
এই টেস্টিং ল্যাবরেটরি নিয়ে গিলারছাটের গ্রাম পঞ্চায়েতের প্রধান নবীন মাল বলেন, এই ল্যাবরেটরি থেকে ইট, বালি, সিমেন্ট, স্টোনচিপ সহ একাধিক জিনিসপত্র পরীক্ষা করা যায়। কিন্তু যে উদ্যেশ্যে তৈরি করা হয়েছিল সেই উদেশ্য স্বার্থক হয়নি। চেষ্টা চালানো হচ্ছে কীভাবে এই ল্যাবরটেরির কাজ সুষ্ঠভাবে পরিচালনা করা যায়।
নবাব মল্লিক