TRENDING:

South 24 Parganas News: হঠাৎ বোম্ব স্কোয়াড কেন? জয়নগরের মাঠে ঘটে গেল এই চাঞ্চল্যকর ঘটনা

Last Updated:

জয়নগরের মাঠে হঠাৎ বোম্ব স্কোয়াড। ১১ টা তাজা বোমা নিষ্ক্রিয় করল তারা

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ ২৪ পরগনা: খেলার মাঠের দখলদারিকে কেন্দ্র করে গত ১১ জানুয়ারি জয়নগরের উত্তর দুর্গাপুর পঞ্চায়েতের আলিপুর গাজি পাড়া রণক্ষেত্রের চেহারা নেয়। ঘটনাস্থলে পুলিশ গিয়ে ১১ টি তাজা বোমা উদ্ধার করে। সোমবার সেই উদ্ধার হওয়া ১১ টি তাজা বোমা নিষ্ক্রিয় করা হয়।
advertisement

জয়নগরের আগুনখাকির কাছে সিআইডির বোম্ব ডিসপোজাল স্কোয়াড, জয়নগর থানার পুলিশ, দমকল ও স্বাস্থ্য দফতরের আধিকারিকদের উপস্থিতিতে এই বোমা নিষ্ক্রিয়করণ প্রক্রিয়া সম্পন্ন হয়। উল্লেখ্য, গত ১১ জানুয়ারি খেলার মাঠ দখলকে ঘিরে ব্যাপক বোমাবাজিতে কেঁপে ওঠে এলাকা। আতঙ্কিত হয়ে পড়ে সাধারণ মানুষ। বোমার আঘাতে আহত‌ও হন বেশ কয়েকজন। এই ঘটনায় দু'জনকে গ্রেফতার করে জয়নগর থানার পুলিশ। তখন‌ই উদ্ধার হয় ১১ টি তাজা বোমা। সেগুলি নিয়ে এসে রাখা হয়েছিল জয়নগর থানায়। বোমাগুলি নিষ্ক্রিয় করার জন্য খবর দেওয়া হয়েছিল বোম্ব স্কোয়াডকে।

advertisement

আরও পড়ুন: এখন ঘরে ফেরার পালা, গঙ্গাসাগরে 'নিখোঁজদের' বাড়ি ফিরতে ভরসা হ্যাম রেডিও

সেই মত সোমবার এসে পৌঁছয় সিআইডি-র বোম্ব স্কোয়াডের টিম। তাদের উদ্যোগেই আগুনখাকির কাছে ফাঁকা একটি মাঠে ওই বোমাগুলিকে নিষ্ক্রিয় করা হয়। বোমা নিষ্ক্রিয় করার সময় ওই এলাকায় প্রচুর ভিড় জমে যায়। উৎসুক লোকজন সকলেই কীভাবে বোমা নিষ্ক্রিয় করা হয় তা দেখতে চাইছিলেন। তবে জয়নগর থানার পুলিশ গিয়ে সবাইকে সরিয়ে দেয়। কারণ বোমা নিষ্ক্রিয়করণ প্রক্রিয়ার প্রোটোকলই হল, কেবলমাত্র বিশেষজ্ঞরা ছাড়া ধারে কাছে কাউকে থাকতে দেওয়া চলবে না। সেখানে আমজনতার প্রবেশ তো একেবারেই নিষিদ্ধ। এই গোটা প্রক্রিয়া মিটতে বেশ কয়েক ঘণ্টা সময় লেগে যায়।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
এই মেলায় ‘বউ’ পছন্দ হলেই পাকা কথা! দূরে যেতে হবে না, হাতের কাছই বড় সুযোগ
আরও দেখুন

সুমন সাহা

বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: হঠাৎ বোম্ব স্কোয়াড কেন? জয়নগরের মাঠে ঘটে গেল এই চাঞ্চল্যকর ঘটনা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল