জয়নগরের আগুনখাকির কাছে সিআইডির বোম্ব ডিসপোজাল স্কোয়াড, জয়নগর থানার পুলিশ, দমকল ও স্বাস্থ্য দফতরের আধিকারিকদের উপস্থিতিতে এই বোমা নিষ্ক্রিয়করণ প্রক্রিয়া সম্পন্ন হয়। উল্লেখ্য, গত ১১ জানুয়ারি খেলার মাঠ দখলকে ঘিরে ব্যাপক বোমাবাজিতে কেঁপে ওঠে এলাকা। আতঙ্কিত হয়ে পড়ে সাধারণ মানুষ। বোমার আঘাতে আহতও হন বেশ কয়েকজন। এই ঘটনায় দু'জনকে গ্রেফতার করে জয়নগর থানার পুলিশ। তখনই উদ্ধার হয় ১১ টি তাজা বোমা। সেগুলি নিয়ে এসে রাখা হয়েছিল জয়নগর থানায়। বোমাগুলি নিষ্ক্রিয় করার জন্য খবর দেওয়া হয়েছিল বোম্ব স্কোয়াডকে।
advertisement
আরও পড়ুন: এখন ঘরে ফেরার পালা, গঙ্গাসাগরে 'নিখোঁজদের' বাড়ি ফিরতে ভরসা হ্যাম রেডিও
সেই মত সোমবার এসে পৌঁছয় সিআইডি-র বোম্ব স্কোয়াডের টিম। তাদের উদ্যোগেই আগুনখাকির কাছে ফাঁকা একটি মাঠে ওই বোমাগুলিকে নিষ্ক্রিয় করা হয়। বোমা নিষ্ক্রিয় করার সময় ওই এলাকায় প্রচুর ভিড় জমে যায়। উৎসুক লোকজন সকলেই কীভাবে বোমা নিষ্ক্রিয় করা হয় তা দেখতে চাইছিলেন। তবে জয়নগর থানার পুলিশ গিয়ে সবাইকে সরিয়ে দেয়। কারণ বোমা নিষ্ক্রিয়করণ প্রক্রিয়ার প্রোটোকলই হল, কেবলমাত্র বিশেষজ্ঞরা ছাড়া ধারে কাছে কাউকে থাকতে দেওয়া চলবে না। সেখানে আমজনতার প্রবেশ তো একেবারেই নিষিদ্ধ। এই গোটা প্রক্রিয়া মিটতে বেশ কয়েক ঘণ্টা সময় লেগে যায়।
সুমন সাহা