জয়নগরের ওই স্কুলে পড়াশোনার ফাঁকেই ছৌ নাচের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। প্রশিক্ষকের ভূমিকায় আছেন অনুপমবাবু। তিনি বলেন, ছৌ নাচ বলতে আমরা সবাই জানি পুরুলিয়া ও ময়ূরভঞ্জের কথা। ছৌ-কে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা স্কুলের বাচ্চাদের ছৌ নাচের প্রশিক্ষণ দিচ্ছি। তিনি আরও বলেন, "যা আসল, সেটাই আসল থাকবে। পুরুলিয়ার ছৌ নাচ পুরুলিয়াতেই থাকবে। আমরা শুধু চেষ্টা করছি ছৌ-কে আরও ছড়িয়ে দিতে।
advertisement
আরও পড়ুন: হযরত মুরশেদ আলির উরস উৎসবে যোগ দিতে বাংলাদেশের পুণ্যার্থীদের নিয়ে এল স্পেশাল ট্রেন
প্রাথমিক শিক্ষার উপর ভিত্তি করে প্রশিক্ষণরত ছাত্রছাত্রীরা ছৌ-এর একটি পারফরম্যান্স সর্বসমক্ষে তুলে ধরেন। যা দেখে খুশি হয়েছে জয়নগরের মানুষ।
সুমন সাহা
Location :
Kolkata,West Bengal
First Published :
February 15, 2023 8:48 PM IST