TRENDING:

South 24 Parganas News: এবার দক্ষিণ ২৪ পরগনাতেও তৈরি হবে ছৌ শিল্পী!

Last Updated:

পুরুলিয়ার ছৌ, এবার দক্ষিণ ২৪ পরগনাতেও। মানভূমের ছৌ শিল্পীরা অন্যান্য জেলাতে গিয়েও পারফরম্যান্স করেন এটা জানা কথা। কিন্তু এবার শুধু পারফরম্যান্স নয়, পুরুলিয়ার পাশাপাশি দক্ষিণ ২৪ পরগনাতেও গড়ে উঠবে ছৌ শিল্পী!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ ২৪ পরগনা: সুদূর পুরুলিয়া নয়, এবার ছৌ নাচের প্রশিক্ষণ দক্ষিণ ২৪ পরগনাতে। জয়নগরের একটি স্কুলের ছাত্র-ছাত্রীদের ছৌ নাচ শেখানো হচ্ছে। লোক শিল্পের আঙিনায় মুখোশ নৃত্য হিসেবে প্রসিদ্ধ ছৌ নাচ। পুরুলিয়ার প্রাচীন ঐতিহ্যবাহী নৃত্য ধারা হল এই ছৌ। দেব-দেবী, দৈত্যরাক্ষস এই ধরনের চরিত্রগুলির অনুরূপ মুখোশ তৈরি করে তার দ্বারা সজ্জিত হয়ে এই নাচ করা হয়। শুধুমাত্র মুখোশ পরে নাচলেই যে তা ছৌ হয়ে যায় তেমনটা নয়। এতে নির্দিষ্ট আঙ্গিকে যথেষ্ট শারীরিক কসরতের প্রয়োজন পড়ে। পুরুলিয়া এই ছৌ নাচের মাধ্যমে গোটা বিশ্বের দরবারে নিজস্ব পরিচিতি তৈরি করেছে।
advertisement

জয়নগরের ওই স্কুলে পড়াশোনার ফাঁকেই ছৌ নাচের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। প্রশিক্ষকের ভূমিকায় আছেন অনুপমবাবু। তিনি বলেন, ছৌ নাচ বলতে আমরা সবাই জানি পুরুলিয়া ও ময়ূরভঞ্জের কথা। ছৌ-কে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা স্কুলের বাচ্চাদের ছৌ নাচের প্রশিক্ষণ দিচ্ছি। তিনি আরও বলেন, "যা আসল, সেটাই আসল থাকবে। পুরুলিয়ার ছৌ নাচ পুরুলিয়াতেই থাকবে। আমরা শুধু চেষ্টা করছি ছৌ-কে আরও ছড়িয়ে দিতে।

advertisement

আরও পড়ুন: হযরত মুরশেদ আলির উরস উৎসবে যোগ দিতে বাংলাদেশের পুণ্যার্থীদের নিয়ে এল স্পেশাল ট্রেন

প্রাথমিক শিক্ষার উপর ভিত্তি করে প্রশিক্ষণরত ছাত্রছাত্রীরা ছৌ-এর একটি পারফরম্যান্স সর্বসমক্ষে তুলে ধরেন। যা দেখে খুশি হয়েছে জয়নগরের মানুষ।

View More

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

সুমন সাহা

বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: এবার দক্ষিণ ২৪ পরগনাতেও তৈরি হবে ছৌ শিল্পী!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল