কিন্তু সে কথা না শুনে উল্টে ঐ বিয়ে বাড়ির লোকজন পুলিশের উপর চড়াও হয়। অকথ্য ভাষায় গালিগালাজের পাশাপাশি তাঁদের লক্ষ্য করে ইট, লাঠি, শাবল, কড়াত দিয়ে হামলা চালানো হয়। ভেঙে দেওয়া হয় পুলিশ গাড়ির কাঁচ। ঘটনায় ক্যানিং থানার এক সাব ইন্সপেক্টর সহ মোট পাঁচ পুলিশকর্মী জখম হয়েছেন। আহতদেরকে রাতেই উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়।
advertisement
আরও পড়ুনঃ নামখানার নারায়ণপুরে পানীয় জলের সংকট! অসুবিধায় স্থানীয়রা
এই ঘটনায় মাথা ফেটেছে ঐ সাব ইন্সপেক্টরের। ঘটনার খবর পেয়েই ক্যানিং থানার আই সি সৌগত ঘোষের নেতৃত্বে ক্যানিং থানার আরও পুলিশকর্মীরা ঘটনাস্থলে পৌঁছন। ততক্ষণে অভিযুক্তরা অনেকেই সেখান থেকে পালিয়ে গেছেন। তবে পুলিশ এই ঘটনায় মূল অভিযুক্ত সঞ্জয় কুমার নামে এক ব্যক্তিতে সোমবার রাতেই গ্রেফতার করেছে। ধৃতকে আজ আলিপুর আদালতে তোলা হবে।
Suman Saha