শোভা বর্ধনে অনেকই ক্যাকটাস দিয়ে ঘর সাজাই। তবে বিভিন্ন ধরনের ক্যাকটাস গাছ আছে তার মধ্যে থেকে আপনাকে বেছে নিতে হবে এই ক্যাকটাস গাছটি। অর্থাৎ এটাকে গ্রাম বাংলায় বাজ বরণী গাছ বলে পরিচিত। এই গাছ বিভিন্ন ধরনের তার মধ্য থেকে আপনাকে এই গাছটিকে বেছে নিতে হবে। গাছটিকে চিনতে গেলে আপনাকে দেখতে হবে। সারা শরীরে গাছটির কাঁটাযুক্ত থাকে একটু চওড়া পাতার মতো।
advertisement
আরও পড়ুন: হাসপাতালে ভর্তি সুজন চক্রবর্তী, শ্বাসকষ্ট ও কাশিতে আক্রান্ত সিপিএম নেতা
আরও পড়ুন:
এটি শুধু তুলে এনে আপনাকে বাড়ির ছাদে একবার লাগিয়ে দিতে হবে। এর কোন রক্ষণাবেক্ষণের দায়িত্ব আপনাকে নিতেই হবে না। এ নিজে থেকেই বেড়ে উঠবে। এটি বাড়ির ছাদে থাকলে। ঝড়-বৃষ্টিতে আকাশের বাজ পড়লে এই একমাত্র এই গাছই আপনার বাড়িতে রক্ষা করে দেবে।এই বাজ বরনী গাছ নাকি ঘরের বাজে পড়ার যে শব্দ তারপরিমান কমাতে সাহায্য করতে পারে। এটি তাদের বৃহৎ পৃষ্ঠের ক্ষেত্রফলের কারণে যা আপনার দূরের শব্দ প্রতিফলন করে এবং আওয়াজ কমায়। এবং স্বস্তিদায়ক প্রভাব তৈরি করে। তাই এই গাছ আপনার স্বপ্নের বাড়ি বা অফিসে একটি চমৎকার ঘর সাজানোর সামগ্রীর পাশাপাশি রক্ষক ও বটে।
সুমন সাহা