কলকাতা:হাসপাতালে ভর্তি সিপিএম নেতা সুজন চক্রবর্তী৷ বুধবার এই খবর পাওয়া গিয়েছে৷ শ্বাসকষ্ট ও কাশিতে আক্রান্ত সিপিএম নেতা সুজনকে বুধবার হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন সুজন চক্রবর্তী৷ আপাতত তিন চিকিৎসকের তত্ত্বাবধানে রয়েছেন সুজন চক্রবর্তী৷
বুধবার সকালে বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে সুজন চক্রবর্তীকে৷ সিপিএম সূত্রে খবর মিলেছে, অনেকদিন ধরে কাশি হচ্ছিল তাঁর৷ নানা সময়ে শারিরীক কিছু অসুস্থায় ভুগছিলেন৷
সেই কারণেই ফুল বডি চেক-আপের জন্য হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি৷ তেমন গুরুতর কোনও বিষয় নয়৷ বড় কোনও অসুস্থতার জন্য হাসপাতালে ভর্তি হতে হয়েছে, এমন সম্ভাবনার কথা সিপিএম সূত্রে উড়িয়ে দেওয়া হয়েছে৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Sujan Chakrabarty