আরও পড়ুন: হঠাৎ শ্মশানের মালিকানা দাবি! আরামবাগে ব্যাপক উত্তেজনা
স্থানীয় সূত্রে খবর, এদিন দুপুরে অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে খিচুড়ি নিয়ে একটি সাইকেলে করেই বাড়ি ফিরছিল ভাই-বোন দয়ালহরি দাস ও জবা দাস। ফ্রেজারগঞ্জের কয়লাঘাটা মোড়ের কাছে হঠাৎই সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে নামখানা থেকে ফ্রেজারগঞ্জগামী একটি বাসের সামনে পড়ে যায় তারা। বাসক চালক দ্রুত ব্রেক চাপলেও বিপদ ঠেকানো যায়নি। বাসের তলায় ঢুকে যায় দয়ালহরি। এদিকে তার সাইকেলের পিছনে বসে থাকা জবা বাসের ধাক্কায় সজোরে ছিটকে পরে রাস্তার উপর। বিকট আওয়াজ পেয়েই ছুটে আসেন স্থানীয়রা। তাঁরাই গুরুতর আহত অবস্থায় জবা দাসকে উদ্ধার করে ফ্রেজারগঞ্জ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। কিন্তু চিকিৎসকরা ওই তাকে মৃত বলে ঘোষণা করেন।
advertisement
এদিকে দীর্ঘক্ষণ বাসের তলাতেই চাপা পড়ে থাকে দয়ালহরি। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশ। নিয়ে আসা হয় ক্রেন। প্রায় ৪৫ মিনিটের চেষ্টায় বাসটিকে সরিয়ে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয় ওই নাবালককে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কাকদ্বীপ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়।
নবাব মল্লিক