নাম ঠিকানা জিজ্ঞেস করলেই অসংলগ্নভাবে কিছু বলতে থাকেন, কিছু বুঝতে না পেরে যোগাযোগ করেন ওয়েস্ট বেঙ্গল রেডিও ক্লাব হ্যাম রেডিওর সম্পাদক অম্বরীশ নাগ বিশ্বাসের সঙ্গে। এরপর হ্যাম রেডিওর নিজস্ব নেটওয়ার্কের দ্বারাই খোঁজ মিলেছে ওই ব্যাক্তির বড়ভাইয়ের ছেলে আনন্দ পাসওয়ানের।
জানা যায় বিহারের ঔরঙ্গাবাদ জেলার বারুন থানার সিন্ধুরিয়া গ্রামের রামপুর এলাকায় বাড়ি সঞ্জয়ের। প্রায় ১২ বছর আগে সঞ্জয় পাসোয়ান (৫৫) বাজারে যাচ্ছি বলে বাড়ি থেকে বের হন{ এর পর আর বাড়ি ফেরেননি তিনি। অনেক খোঁজ করেও কোনও লাভ হয়নি। পরিবারের লোকজন আশা ছেড়েই দিয়েছিলেন। অবশেষে হ্যাম রেডিওর প্রতিনিধি দিবস মণ্ডলের মাধ্যমে খবর পেয়ে কাকদ্বীপে কাকাকে নিতে আসেন তাঁরা। এই ঘটনায় খুবই আনন্দিত তাঁরা সকলেই।
advertisement
Location :
Kolkata,West Bengal
First Published :
November 01, 2023 8:21 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
Home Returning: বাজার করতে বেরিয়ে ১২ বছর পর কাকদ্বীপ থেকে বিহারে বাড়ি ফিরলেন যুবক






