আর তাই দীপাবলির আগে বিভিন্ন ডিজাইনের মাটির প্রদীপ তৈরি করতে ব্যস্ত হয়ে পড়েছে, দক্ষিণ ২৪ পরগনা জেলার বকুলতলা থানা এলাকার গৌরহাট কুমোর পাড়ার মৃৎশিল্পীরা। এখানকার মৃৎশিল্পীরা মূলত টেরাকোটার আদলে নানা ধরনের প্রদীপ তৈরি করে আর তাই দিনরাত পরিশ্রম চালিয়ে যাচ্ছেন এই মৃৎশিল্পীরা।
আরও পড়ুন: অর্থ কষ্টে ভুগছেন? তাহলে এই গাছ ঘরের সঠিক জায়গায় রাখুন! প্রচুর টাকা পাবেন! জানুন
advertisement
আগের তুলনায় বাজারে অনেকটাই কমেছে চিনা আলো লাইট দাপট। কয়েক বছর আগে লাদাখ সীমান্তে চিনা হানায় ভারতীয় সেনা জাওয়ানদের মৃত্যুর ঘটনায় দেশ জুড়ে প্রতিবাদের ঢেউ উঠেছিল। এর জেরে চিনা পণ্য বয়কট। আর যার জেরে ভারতের বাজারে অনেকটাই কমেছে চিনা আলোর দাপট।আর এতদিন দীপাবলীর উৎসবে বাড়ির আলোকসজ্জার বেশিরভাগ ক্ষেত্রে চিনা আলো ব্যবহার দিনে দিনে বেড়ে যাচ্ছিল পাল্লা দিয়েই ততই মাটির প্রতি ব্যবহার কম ছিল চাহিদা।
আরও পড়ুন: আজও পুতুল জীবন্ত হয়ে নেচে উঠে, জেলার প্রাচীন ঐতিহ্য বাঁচে এঁদের হাতে
মাটির প্রদীপ তৈরির পেশায় যুক্ত মৃৎশিল্পীদের কর্মসংস্থানের দারুন প্রভাব পড়েছিল চিনা আলোর দাপট। সেই দাপট কমতেই মুখে হাসি চওড়া হয়েছে মৃৎশিল্পী মহলে।আর জয়নগর কুমোর পাড়া গ্রামের শিল্পীরা সাবেকি প্রদীপ বানানোর পাশাপাশি এবারেও নিত্যনতুন ডিজাইনের টেরাকোটা আদলের প্রদীপ তৈরি করছেন আর দীপাবলি উৎসবের দিন এগিয়ে আসতে মাটির প্রদীপ করার কাজে ব্যস্ততা বেড়েছে।
সুমন সাহা