TRENDING:

Durga Puja 2023 Travel: নির্জন দ্বীপ, ম‍্যানগ্রোভের জঙ্গল, পুজোর ছুটি কাটান প্রকৃতির কোলে! কলকাতার কাছেই সেরা ঠিকানা

Last Updated:

এবার পুজোয় ভ্রমণের নতুন ঠিকানা হোক নামখানার পাতুবুনিয়া। বকখালির খুব কাছেই তৈরি হয়েছে নতুন এই পর্যটন কেন্দ্র।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নামখানা: এবার পুজোয় ভ্রমণের নতুন ঠিকানা হোক নামখানার পাতুবুনিয়া। পর্যটকদের জন্য নতুন ভাবে সাজিয়ে তোলা হয়েছে এই জায়গাটিকে। বকখালির খুব কাছেই তৈরি হয়েছে নতুন এই পর্যটন কেন্দ্র।
advertisement

এখানে আসতে হলে আপনাকে প্রথমে আসতে হবে নামখানা স্টেশনে। সেখান থেকে যে কোনও গাড়িতে চেপে পৌঁছে যাবেন এই পাতিবুনিয়াতে। এখানে রয়েছে হোম স্টে, মাড হাউস, রয়েছে টেন্ট।

আরও পড়ুন: গ্রামবাসীকে বাঁচাতে বন্দুক ধরে ছিলেন স্বয়ং দেবী, ১৫০ বছরের দমদমার সরদার পরিবারের পুজো

ভাড়া থাকছে ১৪০০ থেকে ২৫০০ টাকার মধ্যে। বঙ্গোপসাগরে কোলে থাকা নির্জন এই দ্বীপ প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। এবার পুজোর ছুটিতে আপনি ঘুরে আসতেই পারেন এই দ্বীপে।

advertisement

View More

বকখালিতে যাওয়ার পথে পড়ে এই দ্বীপ। দ্বীপটিতে রয়েছে ছোট ম্যানগ্রোভের জঙ্গল। সূর্যাস্ত দেখার জন্য এই দ্বীপ উপযুক্ত। নির্জন এই দ্বীপে আপনি সমুদ্র স্নান করতেই পারেন। কোনও নিষেধাজ্ঞা নেই এখানে।

চোরাবালির সতর্কীকরণও নেই। এখান থেকে প্রয়োজন অনুযায়ী বোট নিয়ে আপনি যেতে পারেন মৌসুনী অথবা জম্বুদ্বীপে। নতুন এই পর্যটনকেন্দ্রটি আগামী দিনে পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠবে তা আর বলার অপেক্ষা রাখেনা। সেজন্য সবাই যাওয়ার আগে আপনি ঘুরে আসুন এই দ্বীপ থেকে। এই দ্বীপ নিঃসন্দেহে আপনাকে এক অন্য জগতে নিয়ে যাবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ভিডিও দিলেই ভাইরাল, সমাজ মাধ্যাম কাঁপিয়ে দিচ্ছে খুদে! 'ফ্যান' প্রসেনজিৎ, শিলাজিৎ
আরও দেখুন

নবাব মল্লিক

বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
Durga Puja 2023 Travel: নির্জন দ্বীপ, ম‍্যানগ্রোভের জঙ্গল, পুজোর ছুটি কাটান প্রকৃতির কোলে! কলকাতার কাছেই সেরা ঠিকানা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল