TRENDING:

Barasat Blast: ‘বাজি নয়, বোমা তৈরি হতো’, বারাসত বিস্ফোরণে জল্পনায় আইএসএফ ‘যোগ’

Last Updated:

বিস্ফোরণের ঘটনার পর থেকেই এলাকায় থাকা এই বেআইনি বাজি কারখানা নিয়ে সুর চড়িয়েছেন স্থানীয় বাসিন্দারা৷ তাঁদের দাবি, পুলিশ প্রশাসন থেকে স্থানীয় নেতারা, এই বেআইনি বাজি কারখানা সম্পর্কে জানতেন সকলেই৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণবঙ্গ: বারাসতের বিস্ফোরণের ঘটনায় আইএসএফ ‘যোগ’ টানলেন সারা বাংলা আতসবাজি সমিতির চেয়ারম্যান বাবলা রায়৷ বললেন, ‘‘এটা আতসবাজি তৈরির কারখানা নয়। এখানে আলু বোমা তৈরি হত।’’ রবিবার সকাল ১০ টা নাগাদ ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে বারাসতের নীলগঞ্জ এলাকা৷ ভেঙে পড়ে ঘটনাস্থলে থাকা বড়ির ছাদও৷ স্থানীয় সূত্রের খবর, ইতিমধ্যেই ধ্বংসস্তূপের নীচ থেকে উদ্ধার হয়েছে ১২ জনের দেহ৷ আহত বহু৷ ৩ মহিলা ও ৩ শিশু বারাসত হাসপাতালে চিকিৎসাধীন৷ পাশের বাড়ির চিলেকোঠা থেকে পেয়ারা গাছের ডাল চতুর্দিকে ঝুলছে ক্ষতবিক্ষত দেহ৷
advertisement

বিস্ফোরণের ঘটনার পর থেকেই এলাকায় থাকা এই বেআইনি বাজি কারখানা নিয়ে সুর চড়িয়েছেন স্থানীয় বাসিন্দারা৷ তাঁদের দাবি, পুলিশ প্রশাসন থেকে স্থানীয় নেতারা, এই বেআইনি বাজি কারখানা সম্পর্কে জানতেন সকলেই৷ কিন্তু কেউ কোনও পদক্ষেপ করেননি৷

আরও খবর: নীলগঞ্জ যেন আস্ত একটা মৃত্যুপুরী! বারাসতের বিস্ফোরণস্থলে CID বম্বস্কোয়াড

এলাকাবাসীর কথায়, ‘খুদে’ নামের ওই ব্যবসায়ী, যার বাড়িতে এদিন বিস্ফোরণ হয়েছে, তাঁকে তাঁরা বহু আগে থেকেই এ নিয়ে সাবধান করেছিলেন, কিন্তু, কারও কথাই নাকি তিনি কানে তোলেননি৷ যে বাড়িতে এদিন বিস্ফোরণ হয়েছে সেখানে মহিলা-শিশু মিলিয়ে তিন পরিবারের বাস ছিল বলে জানা গিয়েছে৷

advertisement

অন্যদিকে, বিস্ফোরক দাবি করেছেন সারা বাংলা আতসবাজি সমিতির চেয়ারম্যান বাবলা রায়৷ গোটা ঘটনায় এক আইএসএফ কর্মীর যোগ রয়েছে বলে দাবি করেছেন তিনি৷ তাঁর দাবি, মুর্শিদাবাদের এক আইএসএফ কর্মী এবং এই ‘খুদে’ মিলে এই বেআইনি কারখানা চালাত৷ ঘটনার সময় খুদের শ্রমিকেরা বসে খাওয়া-দাওয়া করছিল বলে দাবি৷

আরও খবর: বারাসত বিস্ফোরণে ‘কাঠগড়ায়’‍ মন্ত্রী রথীন ঘোষ! বললেন, ‘বাজি তৈরি হতো না, মজুত হতো’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
প্রয়োজন পড়বে না পুকুর বা জলাশয়ের দুরন্ত পদ্ধতিতেই মাছের ব্যবসা করলেই আয় হবে লক্ষাধিক
আরও দেখুন

বাবলা রায়ের দাবি, ‘‘এটা আতসবাজি তৈরির কারখানা নয়। পটাসিয়াম ক্লোরাইড এখানে ব্যবহার হত৷ আলু বোম তৈরি হত। ’’

বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
Barasat Blast: ‘বাজি নয়, বোমা তৈরি হতো’, বারাসত বিস্ফোরণে জল্পনায় আইএসএফ ‘যোগ’
Open in App
হোম
খবর
ফটো
লোকাল