শুটিং শেষে হিরো আলম বলেন, "বাংলাদেশেও সুন্দরবন রয়েছে, শুনেছি ভারতেও সুন্দরবন রয়েছে। তাই আমি এই প্রথমবার ভারতের সুন্দরবনে শুটিং করতে এলাম। সুন্দরবনে বাঘ, হরিণ দেখতে পাওয়া যায়। সুন্দরবনের লোকেশন অত্যন্ত সুন্দর। এখানে ঘুরতে আসার পাশাপাশি আমার একটি ছবি কাজ চলছে সেই ছবির একটি অ্যালবামের গানের শুটিং করতে এলাম। সবকিছু মিলিয়ে সুন্দরবনের সময় কাটাতে এলাম।"
advertisement
আরও পড়ুনঃ কী কাণ্ড! অপরাধীই অপহরণের ফাঁদে! ৩৩ লক্ষ টাকা প্রতারণায় উস্থিতে হুলুস্থুল
তিনি আরও বলেন, "আমার একটি নতুন ছবির কাজ চলছে তার নাম হল লাট্টু। আমরা আরও এপার বাংলার অভিনেতা নিয়ে কাজ করব, তাদের নাম আমি প্রকাশ করছি না। গোপন রাখছি। যখন পুরো ছবির কাজ সমাপ্ত হবে তখন আমরা নাম প্রকাশ করব। আরও কে কে রয়েছে আমরা আপনাদের সামনে সবাইকে প্রকাশ করব। সবকিছু মিলিয়ে আমার অনেক দিনের ইচ্ছা ছিল সুন্দরবনে আসার। তাই এটা দেখার জন্য এবং ছবির শুটিং করার জন্য আমি এপার বাংলার সুন্দরবনে এলাম।"
সুমন সাহা