TRENDING:

Bangla News: বাড়ির দরজা খুলতেই আঁতকে উঠলেন তৃণমূল কর্মী! সাংঘাতিক কাণ্ড ঘটল নামখানায়

Last Updated:

Bangla News: ভোট পরবর্তী হিংসা যেন অব্যাহত রয়েছে দক্ষিণ ২৪ পরগনা জেলাতে। দক্ষিণ ২৪ পরগনার জেলাতে খোদ শাসক দলের নির্বাচনী এজেন্ট আক্রান্ত।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নামখানা: ভোট পরবর্তী হিংসা যেন অব্যাহত রয়েছে দক্ষিণ ২৪ পরগনা জেলাতে। দক্ষিণ ২৪ পরগনার জেলাতে খোদ শাসক দলের নির্বাচনী এজেন্ট আক্রান্ত। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগণা নামখানার নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের ২৫৭ নম্বর বুথ এলাকার ঘটনা। ইতিমধ্যেই এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছে তরুণ জানার পরিবার। এই ঘটনার পিছনে বিরোধী দলের হাত রয়েছে বলে মনে করছে তৃণমূল এজেন্টদের পরিবার। ইতিমধ্যে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
বাড়ির দরজা খুলতেই আঁতকে উঠলেন তৃণমূল কর্মী!
বাড়ির দরজা খুলতেই আঁতকে উঠলেন তৃণমূল কর্মী!
advertisement

আরও পড়ুনঃ শ্লীলতাহানি, মানসিক নির্যাতন বাদ যায়নি কিছু! ১২ বছরের বিচারের আশায় মহিলা গবেষক

মনোনয়নপত্র জমা দেওয়ার পর রাজ্যের বিভিন্ন জায়গায় বিরোধী দলের প্রার্থীদের বাড়ির সামনে এইরকম ঘটনার ছবি উঠে এসেছিল। সেখানে অবশ্য বিরোধী দলের কর্মী সমর্থকেরা রাজ্যের শাসক দলকেই কাঠগড়ায় তুলেছিল। কিন্তু নামখানার ঘটনা কিছুটা ব্যতিক্রম এবার খোদ শাসক দলের প্রার্থীর নির্বাচনী এজেন্টদের বাড়ির সামনে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। গোটা বিষয়টির সম্পর্কে নামখানা থানার পুলিশকে জানানো হয়েছে। ঘটনাস্থলে এসে পৌঁছেছে নামখানা থানার পুলিশ।

advertisement

নামখানা পুলিশ তদন্ত শুরু করেছে। এই বিষয় তরুণ জানা জানান, ‘আমি তৃণমূলের প্রার্থীর এজেন্ট হয়ে ছিলাম বলে, আমাকে ভয় দেখানোর জন্য এমনই ঘটনা ঘটিয়েছে বিরোধী দলের কর্মী সমর্থকেরা। আমার বাড়ির সামনে সাদা থান ও ফুলের মালা রেখে গেছে বিরোধী দলের কর্মী সমর্থকেরা। এই ঘটনার পর থেকে আমার পরিবার আতঙ্কিত হয়ে পড়েছে। ইতিমধ্যেই পুলিশ প্রশাসনকে জানিয়েছি নামখানা থানার পুলিশ আশ্বাস দিয়েছে যে আমায় নিরাপত্তা দেবে।’

advertisement

View More

এ বিষয়ে ২৫৭ নম্বর বুথের বিজয়ী তৃণমূল প্রার্থী চম্পা বৈরাগী জানান, ‘রাজনৈতিক হিংসার শিকার হয়েছে আমারই নির্বাচনী এজেন্ট। এই ঘটনাকে কেন্দ্র করে আতঙ্কিত হয়ে পড়েছে ওই তৃণমূল কর্মীর পরিবার। এই ঘটনার পিছনে বিজেপির হাত রয়েছে। নির্বাচন ঘোষণার পর থেকে এলাকায় অশান্তি পাকানোর জন্য তৃণমূল কর্মী সমর্থকদের পায়ের উপর পা তুলে ঝামেলা করছে বিজেপি। পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে।’

advertisement

নামখানা থানার পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। দোষীরা গ্রেফতার হবে খুব তাড়াতাড়ি। যদিও রাজ্যের শাসক দলের তোলা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে গেরুয়া শিবির। গেরুয়া শিবিরের পাল্টা বক্তব্য গোষ্ঠী কোন্দলের ফলে এই ঘটনা। এর সঙ্গে বিজেপি কোনও ভাবেই যুক্ত নেই। পুলিশ তদন্ত করুক এবং সত্যি ঘটনা উন্মোচন করুক। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাপা উত্তেজনা তৈরি হয়েছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

সুমন সাহা

বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
Bangla News: বাড়ির দরজা খুলতেই আঁতকে উঠলেন তৃণমূল কর্মী! সাংঘাতিক কাণ্ড ঘটল নামখানায়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল