আরও পড়ুনঃ শ্লীলতাহানি, মানসিক নির্যাতন বাদ যায়নি কিছু! ১২ বছরের বিচারের আশায় মহিলা গবেষক
মনোনয়নপত্র জমা দেওয়ার পর রাজ্যের বিভিন্ন জায়গায় বিরোধী দলের প্রার্থীদের বাড়ির সামনে এইরকম ঘটনার ছবি উঠে এসেছিল। সেখানে অবশ্য বিরোধী দলের কর্মী সমর্থকেরা রাজ্যের শাসক দলকেই কাঠগড়ায় তুলেছিল। কিন্তু নামখানার ঘটনা কিছুটা ব্যতিক্রম এবার খোদ শাসক দলের প্রার্থীর নির্বাচনী এজেন্টদের বাড়ির সামনে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। গোটা বিষয়টির সম্পর্কে নামখানা থানার পুলিশকে জানানো হয়েছে। ঘটনাস্থলে এসে পৌঁছেছে নামখানা থানার পুলিশ।
advertisement
নামখানা পুলিশ তদন্ত শুরু করেছে। এই বিষয় তরুণ জানা জানান, ‘আমি তৃণমূলের প্রার্থীর এজেন্ট হয়ে ছিলাম বলে, আমাকে ভয় দেখানোর জন্য এমনই ঘটনা ঘটিয়েছে বিরোধী দলের কর্মী সমর্থকেরা। আমার বাড়ির সামনে সাদা থান ও ফুলের মালা রেখে গেছে বিরোধী দলের কর্মী সমর্থকেরা। এই ঘটনার পর থেকে আমার পরিবার আতঙ্কিত হয়ে পড়েছে। ইতিমধ্যেই পুলিশ প্রশাসনকে জানিয়েছি নামখানা থানার পুলিশ আশ্বাস দিয়েছে যে আমায় নিরাপত্তা দেবে।’
এ বিষয়ে ২৫৭ নম্বর বুথের বিজয়ী তৃণমূল প্রার্থী চম্পা বৈরাগী জানান, ‘রাজনৈতিক হিংসার শিকার হয়েছে আমারই নির্বাচনী এজেন্ট। এই ঘটনাকে কেন্দ্র করে আতঙ্কিত হয়ে পড়েছে ওই তৃণমূল কর্মীর পরিবার। এই ঘটনার পিছনে বিজেপির হাত রয়েছে। নির্বাচন ঘোষণার পর থেকে এলাকায় অশান্তি পাকানোর জন্য তৃণমূল কর্মী সমর্থকদের পায়ের উপর পা তুলে ঝামেলা করছে বিজেপি। পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে।’
নামখানা থানার পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। দোষীরা গ্রেফতার হবে খুব তাড়াতাড়ি। যদিও রাজ্যের শাসক দলের তোলা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে গেরুয়া শিবির। গেরুয়া শিবিরের পাল্টা বক্তব্য গোষ্ঠী কোন্দলের ফলে এই ঘটনা। এর সঙ্গে বিজেপি কোনও ভাবেই যুক্ত নেই। পুলিশ তদন্ত করুক এবং সত্যি ঘটনা উন্মোচন করুক। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাপা উত্তেজনা তৈরি হয়েছে।
সুমন সাহা