মন্দিরবাজার ও মথুরাপুর বিধানসভার আইএনটিটিইউসি পরিচালিত মথুরাপুর-ঘোড়াদল অটো ইউনিয়নের সব গাড়ি চালকদের নিয়ে এই বৈঠক বসে লক্ষীনারায়ণপুরে। দক্ষিণ গ্রাম পঞ্চায়েতের পাটনা বিদ্যাসাগর ক্লাব প্রাঙ্গণে বৈঠক আয়োজিত হয়। ১২০ টি অটোর চালক এই সভায় উপস্থিত ছিলেন। এলাকায় টোটো চালকদের দৌরাত্ম্য রুখতে ও নিত্য যাত্রীদের সুষ্ঠপরিষেবা দিতে আলোচনা করা হয়। সকলেরই মুখে এই সমস্যার সুষ্ঠ সমাধান করার কথা উঠে আসে।
advertisement
আরও পড়ুন: বিকেলে দরজা খুললেই নিরাপদ আশ্রয়, সঙ্গে পেট ভরা তিন টাইম খাবার! ভবঘুরেদের দারুন সুযোগ
এছাড়া মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার দিনগুলোতে গাড়ি চলাচল স্বাভাবিক রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। দুপুর ২ টো পর্যন্ত চলে এই সভা। উপস্থিত ছিলেন আইএনটিটিইউসি'র অটো ইউনিয়নের সভাপতি তথা রাজ্য সমবায়ের ডিরেক্টর ইন্দ্রনারায়ণ সরদার, সম্পাদক আমীর হোসেন লস্কর। সভা শেষে অটোচালকদের দাবি দাওয়া লিপিবদ্ধ করা হয় এবং সেগুলি প্রশাসনের কর্তাব্যক্তিদের জানানো হবে বলে জানা গিয়েছে। তাঁদের দাবি না মানা হলে ভবিষ্যতে আরও বৃহত্তর আন্দোলন আন্দোলনের পথে হাঁটবেন বলে জানিয়েছেন অটো চালকরা।
নবাব মল্লিক