আরও পড়ুন: ভক্তিভরে ডাকলেই সাড়া মেলে, কালীপুজোর আগে কুচকুচে এক পাথরের অবিশ্বাস্য গল্প বাগনানে!
গঙ্গাসাগর মেলা অফিসে ২০২৪ সালের সাগর মেলার প্রস্তুতি বৈঠকে এ নিয়ে বিস্তারিত আলোচনা করেন জেলাশাসক সুমিত গুপ্তা। সেখানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক সহ মেলার পরিকাঠামো সঙ্গে যুক্ত সব দফতরের আধিকারিকরা। এবছর ২ ও ৩ নম্বর ঘাটে স্নানের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়। ফলে ভিন রাজ্য থেকে আসা লক্ষ লক্ষ পুন্যার্থীদের জন্য নতুন স্নানঘাট তৈরি করা হবে বলে সিদ্ধান্ত হয়েছে।
advertisement
এই লক্ষ্যে ১ নম্বর ঘাট সংলগ্ন এলাকা পরিদর্শন করেন জেলা প্রশাসনের আধিকারিকরা। এই ১ নম্বর স্নান ঘাটের পাশেই নতুন করে বঙ্গোপসাগরের পাড়ে দুটি স্নানের ঘাট তৈরি করা হবে বলে জানা গিয়েছে। আ্যন্টি ফগলাইটের জন্য নেভিগেশান সংক্রান্ত সমস্যারও সমাধান হবে সহজেই।
নবাব মল্লিক
Location :
Kolkata,West Bengal
First Published :
November 08, 2023 8:39 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: ভেসেল হারিয়ে যাওয়া থেকে শিক্ষা, গঙ্গাসাগরে বসছে অ্যান্টি ফগ লাইট