ঘটনার পর ওই গৃহবধূ পরিবারের সদস্যদের বিষয়টা জানিয়েছে। পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে মঙ্গলবার রাতে ভাঙড় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ কর্মীরা। ঘটনার পর থেকেই পলাতক হাসানুজ্জামান নামের ওই ওঝা।
গত দু বছর আগে নলমুড়ি এলাকায় ঘর ভাড়া নিয়ে ঝাড়ফুঁকের কাজ চালাচ্ছিল সে। বেশিরভাগ মহিলারাই তার কাছে ঝাড়ফুঁক করতে আসতেন বলে জানায় স্থানীয় বাসিন্দারা। ঘটনার পর থেকেই ফোন বন্ধ করে দিয়েছে হাসানুজ্জামান। অভিযোগের ভিত্তিতে তদন্ত নেমে ভাঙড় থানার পুলিশ তার খোঁজে তল্লাশি শুরু করেছে।
advertisement
সুমন সাহা
Location :
Kolkata,West Bengal
First Published :
July 26, 2023 5:00 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News : ছিঃ! ঝাড়ফুকের নাম করে গৃহবধূর সঙ্গে যা করল ওঝা... শিউরে উঠবেন