ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে স্থানীয় আইসিডিএস কর্মী মীতা পন্ডা দাসের বিরুদ্ধে। তাঁর বিরুদ্ধে আবাস যোজনার সমীক্ষায় গরমিলের অভিযোগ তুলে রাজনগর ঘোলাপাড়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে তাঁকে আটকে রেখে বিক্ষোভ দেখায় এলাকার মানুষজন।
এলাকাবাসীদের অভিযোগ, ওই আইসিডিএস কর্মী এলাকায় আবাস যোজনার সমীক্ষা করেছিলেন। কিন্তু যারা ঘর পাওয়ার যোগ্য তাদের নাম তালিকা থেকে বাদ পড়েছে। তাই অবিলম্বে যোগ্য ব্যক্তিদের আবাস যোজনায় নাম নথিভুক্তির দাবিতে স্কুল গৃহের মধ্যে ওই আইসিডিএস কর্মীকে আটকে রেখে বিক্ষোভ দেখায় এলাকার মানুষজন। এদিকে এই বিক্ষোভের খবর শুনেই ঘটনাস্থলে কাকদ্বীপ থানার পুলিশকর্মীরা পৌঁছে পরিস্থিতি সামাল দেয়। যদিও এই ঘটনায় জড়িত থাকার কথা অস্বীকার করেছেন ওই আইসিডিএস কর্মী মিতা পন্ডা দাস। তিনি জানিয়েছেন নিয়ম অনুযায়ী কাজ করেছেন তিনি। গ্রামবাসীদের কিছু জানার থাকলে বিডিও অফিসে যোগাযোগ করতে পারেন।
advertisement
যদিও গ্রামবাসীরা তাদের নিজেদের দাবিতে অনড় থাকে। এ নিয়ে স্থানীয় বাসিন্দা শেখ সানোয়ার জানান, মাটির ঘরে থাকেন তিনি। অথচ তারই নাম কেটে বাদ দেওয়া হয়েছে। গ্রামের আরও অনেকের ক্ষেত্রে এই ঘটনা ঘটেছে। দ্রুত এই ঘটনার প্রতিকারের দাবি জানিয়েছেন তাঁরা।
নবাব মল্লিক