TRENDING:

South 24 Parganas News : আবাস যোজনার তালিকা থেকে নাম বাদ! প্রতিবাদে যা করলেন বাসিন্দারা

Last Updated:

তাঁদের অভিযোগ প্রকৃত প্রাপক হওয়ায় তালিকায় নাম আসার পর সেই নাম কেটে বাদ দেওয়া হয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কাকদ্বীপ: রাজ‍্যের বিভিন্ন জায়গায় আবাস যোজনা দুর্নীতি নিয়ে যখন সরর সাধারণ মানুষ থেকে শুরু করে বিরোধীরা, ঠিক তখনই কাকদ্বীপে তালিকা থেকে নাম বাদ দেওয়ার অভিযোগ তুলে বিক্ষোভ দেখাল স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ প্রকৃত প্রাপক হওয়ায় তালিকায় নাম আসার পর সেই নাম কেটে বাদ দেওয়া হয়েছে।
advertisement

ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে স্থানীয় আইসিডিএস কর্মী মীতা পন্ডা দাসের বিরুদ্ধে। তাঁর বিরুদ্ধে আবাস যোজনার সমীক্ষায় গরমিলের অভিযোগ তুলে রাজনগর ঘোলাপাড়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে তাঁকে আটকে রেখে বিক্ষোভ দেখায় এলাকার মানুষজন।

এলাকাবাসীদের অভিযোগ, ওই আইসিডিএস কর্মী এলাকায় আবাস যোজনার সমীক্ষা করেছিলেন। কিন্তু যারা ঘর পাওয়ার যোগ্য তাদের নাম তালিকা থেকে বাদ পড়েছে। তাই অবিলম্বে যোগ্য ব্যক্তিদের আবাস যোজনায় নাম নথিভুক্তির দাবিতে স্কুল গৃহের মধ্যে ওই আইসিডিএস কর্মীকে আটকে রেখে বিক্ষোভ দেখায় এলাকার মানুষজন। এদিকে এই বিক্ষোভের খবর শুনেই ঘটনাস্থলে কাকদ্বীপ থানার পুলিশকর্মীরা পৌঁছে পরিস্থিতি সামাল দেয়। যদিও এই ঘটনায় জড়িত থাকার কথা অস্বীকার করেছেন ওই আইসিডিএস কর্মী মিতা পন্ডা দাস। তিনি জানিয়েছেন নিয়ম অনুযায়ী কাজ করেছেন তিনি। গ্রামবাসীদের কিছু জানার থাকলে বিডিও অফিসে যোগাযোগ করতে পারেন।

advertisement

যদিও গ্রামবাসীরা তাদের নিজেদের দাবিতে অনড় থাকে। এ নিয়ে স্থানীয় বাসিন্দা শেখ সানোয়ার জানান, মাটির ঘরে থাকেন তিনি। অথচ তারই নাম কেটে বাদ দেওয়া হয়েছে। গ্রামের আরও অনেকের ক্ষেত্রে এই ঘটনা ঘটেছে। দ্রুত এই ঘটনার প্রতিকারের দাবি জানিয়েছেন তাঁরা।

View More

নবাব মল্লিক

বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News : আবাস যোজনার তালিকা থেকে নাম বাদ! প্রতিবাদে যা করলেন বাসিন্দারা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল