TRENDING:

South 24 Parganas News: ঘূর্ণিঝড় 'সিত্রাং' মোকাবিলায় জোরকদমে প্রচার শুরু করল প্রশাসন

Last Updated:

সুন্দরবনের একাধিক জেটিঘাটগুলিতে সংশ্লিষ্ট থানার পক্ষ থেকে মাইক প্রচার করার পাশাপাশি শনিবার সকাল থেকে নদীগুলিতেও স্পিডবোট ও ট্রলারে করে চলছে মাইক প্রচার।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কাকদ্বীপ : ঘূর্ণিঝড় সিত্রাং মোকাবিলায় শনিবার সকাল থেকেই জোরকদমে প্রচার শুরু করেছে প্রশাসন। সুন্দরবনের একাধিক জেটিঘাটগুলিতে সংশ্লিষ্ট থানার পক্ষ থেকে মাইক প্রচার করার পাশাপাশি শনিবার সকাল থেকে নদীগুলিতেও স্পিডবোট ও ট্রলারে করে চলছে মাইক প্রচার। মাইক প্রচারের মাধ‍্যমে জানানো হচ্ছে, বঙ্গোপসাগরে তৈরি হওয়া সম্ভাব‍্য ঘূর্ণিঝড় সিত্রাং এর জেরে উত্তাল হবে নদী ও সমুদ্র। সেজন্য মৎসজীবী ও উপকূলীয় মানুষজনকে সতর্ক থাকতে বলা হয়েছে। শনিবার বিকালের মধ‍্যে সমস্ত মৎস‍্যজীবীদের নিরাপদ আশ্রয়স্থলে ফিরে আসতে বলা হয়েছে।
advertisement

এই ফিরে আসার নির্দেশ পেয়েই সমস্ত মৎস‍্যজীবীরা উপকূলে ফিরতে শুরু করছেন। সুন্দরবনের দ্বীপাঞ্চল মৌসুনি, ঘোড়ামারা, সীতারামপুর, একাধিক এলাকা সহ উপকূলের বাসিন্দাদের নিরাপদস্থানে সরিয়ে আনার নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। তাদেরকে বিভিন্ন ফ্লাড শেল্টার, স্কুলগুলিতে তৈরী রাখতে বলা হয়েছে। আগামী রবিবার বিকেলের পর থেকে সুন্দরবনের ফেরি সার্ভিস চালানো হবে কি না তা স্থানীয় প্রশাসনকে সিদ্ধান্ত নিতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে। তবে সোম ও মঙ্গলবার গঙ্গাসাগর ও কাকদ্বীপের মধ্যে সংযোগকারী ভেসেল পরিষেবা পুরোপুরি বন্ধ থাকবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

advertisement

আরও পড়ুনঃ প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলার সচেতনতায় গ্রামে গ্রামে ঘুরবে ট‍্যাবলো

সুন্দরবনের বেহাল বাঁধের ওপর নজর রাখার জন্য সেচ দফতরের আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। জেলার সিভিল ডিফেন্স টিমের সঙ্গে জাতীয় বিপর্যয় মোকাবিলা দলের চারটি দল মোতায়েন থাকবে সর্বদা। এ নিয়ে দক্ষিণ ২৪ পরগণা জেলার জেলাশাসক সুমিত গুপ্তা জানান পরিস্থিতির উপর সর্বদা নজর রাখা হচ্ছে। শুকনো খাবার সহ ত্রিপল মজুত করা হয়েছে পর্যাপ্ত পরিমাণে। যেকোনো রকমের পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে জেলা প্রশাসন।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
অন্যের জমির মাটিতে তৈরি হয় মূর্তি, সূর্যদয়ের আগে বিসর্জন! ১৫ দিন পুরো নিরামিষ আহার
আরও দেখুন

Nawab Mallick

বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: ঘূর্ণিঝড় 'সিত্রাং' মোকাবিলায় জোরকদমে প্রচার শুরু করল প্রশাসন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল