South 24 Parganas News: প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলার সচেতনতায় গ্রামে গ্রামে ঘুরবে ট্যাবলো
- Published by:Soumabrata Ghosh
Last Updated:
এবার প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলায় সুন্দরবনের গ্রামে গ্রামে ঘুরবে ট্যাবলো। সাগর থেকেই আনুষ্ঠানিকভাবে এই ট্যাবলোর সূচনা হয়েছে। পতাকা নেড়ে এই ট্যাবলোর সূচনা করেছেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা।
#সাগর : এবার প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলায় সুন্দরবনের গ্রামে গ্রামে ঘুরবে ট্যাবলো। সাগর থেকেই আনুষ্ঠানিকভাবে এই ট্যাবলোর সূচনা হয়েছে। পতাকা নেড়ে এই ট্যাবলোর সূচনা করেছেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা। দক্ষিণ ২৪ পরগণা সাগর ব্লকের গঙ্গাসাগরের কপিলমুনি মন্দিরের সম্মুখে এই উপলক্ষ্যে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এই ট্যাবলো সাগর ছাড়াও সুন্দরবনের সবকটি ব্লক প্রদক্ষিণ করবে। প্রাকৃতিক বিপর্যয় ঘটলে ঠিক কি করনীয় সেসম্পর্কে সাধরণ মানুষজনকে সচেতন করবে এই ট্যাবলো। ঘূর্ণিঝড় সিত্রাং আর কিছুদিনের মধ্যে আছড়ে পড়বে উপকূলে।
তার আগে এই ধরণের ট্যাবলো এলাকায় ঘুরলে মানুষজন আরও বেশি করে সচেতন হবে বলে মনে করা হচ্ছে। আমানট ফাউন্ডেশন ও ইউনিসেফের যৌথ উদ্যোগে সুন্দরবনের দুর্যোগপ্রবন এলাকার মানুষজনদের সচেতন করতে এই ট্যাবলোটি বের করা হয়েছে। এই ট্যাবলোর মাধ্যমে ঘূর্ণিঝড় সময়ের সাধারণ মানুষজন কিভাবে নিরাপদ আশ্রয়স্থলে পৌঁছাতে পারবে তার প্রশিক্ষণ দেওয়া হবে। সেই সঙ্গে সাধারণ মানুষজনকে মোবাইলে চার্জ দেওয়া, লাইট সঙ্গে রাখা, শুকনো খাবার ও জল রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
advertisement
আরও পড়ুনঃ রায়দিঘীতে রাস্তার দাবিতে বিক্ষোভ গ্রামবাসীদের
এই ট্যাবলোর উদ্বোধনী অনুষ্ঠানে প্রাথমিকভাবে সাগর কপিলমুনি আশ্রম সংলগ্ন মানুষজনের প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলায় প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এই প্রশিক্ষণ নিতে সেখানে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারাও উপস্থিত ছিলেন। এই ট্যাবলো নিয়ে সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা বলেন এটি একটি খুব সুন্দর প্রয়াস। এই ট্যাবলো আগামীদিনে সুন্দরবন এলাকার সকল মানুষজনকে সচেতন করবে। এই ট্যাবলো সাগর ব্লকের সমস্ত জায়গা প্রদক্ষিণ করার পর সুন্দরবনের অন্যান্য ব্লকগুলিতেও পৌঁছাবে।
advertisement
advertisement
Nawab Mallick
view commentsLocation :
First Published :
October 21, 2022 10:56 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলার সচেতনতায় গ্রামে গ্রামে ঘুরবে ট্যাবলো