আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে আজ থেকে মঙ্গলবার পর্যন্ত আবহাওয়া খারাপ থাকতে পারে। পশ্চিম মধ্য ও পূর্ব মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপের সৃষ্টি হয়েছে। আর যার ফলে গাঙ্গেয় সুন্দরবনে ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। নিম্নচাপ ও ষাঁড়াষাঁড়ির কোটালের জোড়া ফলায় নদী ও সমুদ্র উত্তাল থাকবে। সৃষ্টি হবে জলোচ্ছ্বাস।
advertisement
আরও পড়ুনঃ কাকদ্বীপে চলছে পাইপলাইনের কাজ, অসুবিধার সম্মুখীন স্থানীয়রা
এই জলোচ্ছ্বাস নিয়ে ইতিমধ্যে নদীতীরবর্তী এলাকার মানুষজনকে সতর্ক করা হয়েছে। প্রবল জলোচ্ছ্বাসে নদীবাঁধ উপচে জল চলে আসতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সেক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হবে নদীবাঁধ। সেজন্য সেচ দফতরের পক্ষ থেকে সুন্দরবনের সবকটি নদীবাঁধ মেরামত করার কাজ চলছে। বিশেষ করে সাগর, নামখানা, পাথরপ্রতিমা সহ সমুদ্রতীরবর্তী ব্লকগুলিতে অস্থায়ীভাবে মাটির বস্তা ফেলে এই নদীবাঁধ মেরামত করার কাজ করা হচ্ছে। সূত্রের খবর আগেই সুন্দরবনের ৩৩৩ টি বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছিল। সেগুলি মেরামতের কাজ করছিল সেচ দফতর। এই কাজের ৮৭ শতাংশ সম্পূর্ণ হয়েছে। বাকি বাঁধ মেরামতির কাজ জোর কদমে চলছে। ষাঁড়াষাঁড়ির কোটালের জেরে যাতে কোনোরকমভাবে জল গ্রামে না প্রবেশ করে সেদিকটি লক্ষ্য রাখছে প্রশাসন। এর সঙ্গে নদীবাঁধ শক্তিশালী ও উঁচু করার কাজ করা হচ্ছে।
এ নিয়ে সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা জানান পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। ষাঁড়াষাঁড়ির কোটাল নিয়ে সেচ দফতরের ভারপ্রাপ্ত মন্ত্রী পার্থ ভৌমিকের সঙ্গে কথা হয়েছে। সেচদফতরের আধিকারিকদের সঙ্গেও কথা হয়েছে। নদীবাঁধ সংস্কারের কাজ চলছে। পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন সবরকমভাবে প্রস্তুত আছে বলে জানিয়েছেন তিনি।
নবাব মল্লিক





