পরিবারের লোকজনের সাথে ভালোভাবে কথাও বলত। কিভাবে এই ঘটনা ঘটল তা নিয়ে উঠেছে প্রশ্ন। এদিকে এই ঘটনার খবর পেয়েই রায়দিঘী থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ডায়মন্ডহারবার পুলিশ মর্গে ময়নাতদন্তের জন্য পাঠায়। এই ঘটনায় পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে। কিভাবে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ। ওই যুবকের সাথে কারুর প্রেমের সম্পর্ক ছিল কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ।
advertisement
আরও পড়ুনঃ মর্মান্তিক! ধানক্ষেতে বিছানো বৈদ্যুতিক তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল চার সারমেয়র
এ নিয়ে ওই যুবকের বাবা সুদীপ মালি জানান বাড়ি থেকে রাতের খাবার নিয়ে প্রতিদিনের মত সে চলে গিয়েছিল। তাতে সন্দেহ হয়নি কারুর। তবে এভাবে হঠাৎ মৃত্যুর খবর আসায় মেনে নিতে পারছেন না তিনি। তবে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান ওই যুবক আত্মহত্যা করে থাকতে পারে। ময়নাতদন্তের রিপোর্ট আসার পরই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে জানানো হয়েছে পুলিশের পক্ষ থেকে। এদিকে ওই যুবকের সঙ্গে কারুর কোনো প্রেমের সম্পর্ক ছিল কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।
Nawab Mallick






