কাজ চলাকালীন তিনতলার উপর থেকে লিফটের তার ছিঁড়ে ছিটকে পড়েন কৌশিক। এরপর তড়িঘড়ি তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায় কর্মরত শ্রমিকরা। সেখানেই চিকৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। বৃহস্পতিবার কৌশিকের কফিনবন্দি নিথর দেহ এসে পৌঁছায় নামখানা ব্লকের হরিপুরের বাড়িতে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম মানুষের মৃত্যুতে মন্ডল পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। মৃতের পরিবারের লোকজন এই ঘটনায় ক্ষতিপূরণের দাবি তুলেছেন।
advertisement
আরও পড়ুনঃ রায়দিঘীর খাড়ি বামুনেরচকে তৈরি হচ্ছে নতুন পার্ক
বৃহস্পতিবার কৌশিকের মৃতদেহ বাড়িতে পৌঁছালে স্থানীয় গ্রাম পঞ্চায়েতের সদস্য নীলিমা সর্দার তাঁদের বাড়িতে যান। এ নিয়ে তিনি বলেন কৌশিক এমনিতেই খুব ভালো ছেলে ছিল। সেজন্য তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দীর্ঘ ১০ থেকে ১৫ বছর সে বাইরের রাজ্যে কাজে যেত। তবে এবার মাস তিনেক আগে ঘরে এসেছিল। তারপর আবার কেরালায় কাজে যায়। এই দূর্ঘটনার কথা গ্রামের অনেকেই মেনে নিতে পারছেন না। কৌশিকের পরিবারের পাশে সবরকমভাবে থাকার আশ্বাস দিয়েছেন তিনি।
Nawab Mallick