TRENDING:

South 24 Parganas News: ভিন রাজ্যে কাজে গিয়ে আর ঘরে ফেরা হল না কৌশিকের

Last Updated:

ভিনরাজ্যে কাজ করতে গিয়ে মৃত্যু হলো নামখানার এক পরিযায়ী শ্রমিকের। ওই পরিযায়ী শ্রমিকের নাম কৌশিক মন্ডল (৩০)। ঘটনায় এলাকায় নেমেছে শোকের ছায়া। মাস তিনেক আগে দক্ষিণ ২৪ পরগণার নামখানা ব্লকের হরিপুর এলাকা থেকে কৌশিক মণ্ডল নামের বছর তিরিশের যুবক কেরালায় রাজমিস্ত্রির কাজে গিয়েছিলেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কাকদ্বীপ : ভিনরাজ্যে কাজ করতে গিয়ে মৃত্যু হলো নামখানার এক পরিযায়ী শ্রমিকের। ওই পরিযায়ী শ্রমিকের নাম কৌশিক মন্ডল (৩০)। ঘটনায় এলাকায় নেমেছে শোকের ছায়া। মাস তিনেক আগে দক্ষিণ ২৪ পরগণার নামখানা ব্লকের হরিপুর এলাকা থেকে কৌশিক মণ্ডল নামের বছর তিরিশের যুবক কেরালায় রাজমিস্ত্রির কাজে গিয়েছিলেন। সেখানেই তিনি তাঁর অন‍্যান‍্য সঙ্গীদের সঙ্গে কাজ করছিলেন। তবে মঙ্গলবার সেই কাজে ব‍্যাঘাত ঘটে। প্রত‍্যক্ষ‍্যদর্শীদের দাবি মঙ্গলবার সকালে কৌশিক অন‍্যান‍্য শ্রমিকদের সঙ্গে কাজে যোগ দিয়েছিলেন।
মৃত কৌশিকের পরিবার
মৃত কৌশিকের পরিবার
advertisement

কাজ চলাকালীন তিনতলার উপর থেকে লিফটের তার ছিঁড়ে ছিটকে পড়েন কৌশিক। এরপর তড়িঘড়ি তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায় কর্মরত শ্রমিকরা। সেখানেই চিকৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। বৃহস্পতিবার কৌশিকের কফিনবন্দি নিথর দেহ এসে পৌঁছায় নামখানা ব্লকের হরিপুরের বাড়িতে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম মানুষের মৃত্যুতে মন্ডল পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। মৃতের পরিবারের লোকজন এই ঘটনায় ক্ষতিপূরণের দাবি তুলেছেন।

advertisement

আরও পড়ুনঃ রায়দিঘীর খাড়ি বামুনেরচকে তৈরি হচ্ছে নতুন পার্ক

বৃহস্পতিবার কৌশিকের মৃতদেহ বাড়িতে পৌঁছালে স্থানীয় গ্রাম পঞ্চায়েতের সদস‍্য নীলিমা সর্দার তাঁদের বাড়িতে যান। এ নিয়ে তিনি বলেন কৌশিক এমনিতেই খুব ভালো ছেলে ছিল। সেজন‍্য তার মৃত‍্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দীর্ঘ ১০ থেকে ১৫ বছর সে বাইরের রাজ‍্যে কাজে যেত। তবে এবার মাস তিনেক আগে ঘরে এসেছিল। তারপর আবার কেরালায় কাজে যায়। এই দূর্ঘটনার কথা গ্রামের অনেকেই মেনে নিতে পারছেন না। কৌশিকের পরিবারের পাশে সবরকমভাবে থাকার আশ্বাস দিয়েছেন তিনি।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

Nawab Mallick

বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: ভিন রাজ্যে কাজে গিয়ে আর ঘরে ফেরা হল না কৌশিকের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল