পাথরপ্রতিমার দুর্গাখালি এলাকার আঠারোগাছি নদীর চরঘেরি সংলগ্ন এলাকা থেকে এই কাঁকাড়াটি ধরা পড়েছে। সাধারণত ম্যানগ্রোভ জঙ্গল লাগোয়া এলাকায় এই কাঁকড়া দেখতে পাওয়া যায়।
আরও দেখুন
সূত্রের খবর স্থানীয় মৎস্যজীবীরা মাছ ধরার জন্য নদীর চরে জাল পেতেছিলেন। সেখানেই এই কাঁকড়া ধরা পড়ে। এতবড় কাঁকড়া দেখে মৎস্যজীবীরা জাল থেকে কাঁকড়াটিকে ছাড়ানোর চেষ্টা করে। কিন্তু কিছুক্ষণ পর কাঁকড়াটি পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
advertisement
যদিও পরে মৎস্যজীবীরা কাঁকড়াটিকে ধরে ফেলে এবং তাকে শৈলবালা মৎস্য আড়তে নিয়ে আসে। কিন্তু সেখানে কাঁকড়াটির দাম নির্ধারণ করা যায়নি। পরে কাঁকড়াটিকে বাঘাযতীনে পাঠানো হয়।
আরও পড়ুন – Viral Reels: লন্ডনে ছুটি কাটাতে গিয়ে কৃষ্ণ দাসের কীর্তন শুনতে হাজির বিরাট-অনুষ্কা, ভাইরাল
কাঁকাড়াটির প্রায় ৫.২ ইঞ্চি চওড়া খোলস রয়েছে বলে খবর। সাধরণত এত বড় কাঁকড়া সচারাচর দেখা যায়না বলে খবর। স্থানীয়রা অনেকেই তাদের জীবদ্দশায় এত বড় কাঁকড়া দেখননি। বিশালাকার কাঁকড়া জালে পড়ার খবর শুনেই অনেক স্থানীয় বাসিন্দা কাঁকড়া দেখতে সেখানে ভিড় করেছিলেন বলে খবর।
নবাব মল্লিক