নির্দিষ্ট সময়ের মধ্যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, কাজি নজরুল ইসলাম, সুকান্ত ভট্টাচার্য সহ অন্যান্য কবির ৫০ থেকে ৬০ লাইনের কবিতা সে অনায়াসেই বলতে পারে সে। এমনকি বড় বড় ইংরেজি বাক্য থেকে অক্ষর চেনা, ৭টি বাংলা গান, ৪০ সেকেন্ডের মধ্যে জাতীয় সংগীত গাওয়া, ৪০টি বাংলা ছড়া এবং বহু ইংরেজি ছড়া খুব কম সময়ের মধ্যে সে বলতে পারে। এছাড়াও এ ফর আপেল থেকে শুরু করে জেড ফর জেব্রা মাত্র দেড় মিনিটের মধ্যে বলতে পারে অহেনজিতা।
advertisement
আরও পড়ুনঃ মুমূর্ষু রোগীকে বাঁচাতে কাজ করবে সুন্দরবন পুলিশ জেলার ট্রাফিক পুলিশ
৩০ জন মনীষীর ছবি দেখে সম্পূর্ণ নামও বলতে পারে সে। এছাড়াও ছবি দেখে বহু পশু, পাখি, জলজ প্রাণী, ফল, সব্জি, এবং পতঙ্গের নাম অনায়াসেই বলতে পারে অহেনজিতা। শুধু তাই নয়, সাধারণ জ্ঞানেও খুব পটু সে। এমনকি ৬টি দেবদেবীর মন্ত্রও বলতে পারে অহেনজিতা। আর এইসব নানান গুণের একাধিক পুরষ্কার পেয়েছে নামখানার ছোট্ট শিশু অহেনজিতা। এ বিষয়ে তার মা বিজলী মাইতি মিস্ত্রি জানান, এক বছরের আগে থেকে অহেনজিতা কথা বলা শিখেছে।
আরও পড়ুনঃ বেতন বৃদ্ধি সহ একাধিক দাবিতে জেলা জুড়ে আন্দোলনের সিদ্ধান্ত মিড ডে মিল কর্মীদের
খুব ছোটবেলা থেকেই নানান বিষয়ে সে খুব কৌতুহলী। এছাড়াও যে কোন বিষয়ে বললে, সহজেই সে মনে রাখতে পারে। দু বছর বয়স থেকে আলাদাভাবে আমরা তার প্রতি নজর দিতে থাকি। দীর্ঘ ৬ মাস ধরে নানান শর্ত মেনে তাকে আমরা প্রস্তুত করি। অহেনজিতার এই প্রতিভার জন্য গর্বিত তার এলাকাবাসী।
Nawab Mallick